Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3h9sJ2Y
লালকেল্লাই নেতাজির 'ব্ল্যাক ক্যাপে'র আসল জায়গা: চন্দ্র বোস https://ift.tt/3jiZrBH
এই সময় ডিজিটাল ডেস্ক: থেকে উধাও নেতাজির টুপি! আর এই নিয়েই শোরগোল চলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। টুইটারে ভাইরাল #NetajisCapMissing। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করেও বিষয়টি জানিয়েছেন টুইটার ইউজাররা। আসলে করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল লাল কেল্লার মিউজিয়াম। সম্প্রতি আবারও চালু হয়েছে তা। ওই সংরক্ষণশালাতেই এতদিন ছিল নেতাজির ব্ল্যাক ক্যাপ। সেটা নজরে পড়েছিল একাধিক দিল্লিবাসীর। আচমকাই তা উধাও হয়ে যেতে, স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন মানুষজন। অনেকেই ভাবছেন, লালকেল্লা থেকে বুঝি চুরি গেল নেতাজির ঐতিহাসিক টুপি। এবারে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙলেন খোদ নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বোস। রবিবার শিবা জাঙ্গিদ নামের এক টুইটার ইউজার লিখেছিলেন, 'নেতাজির টুপি, পোশাক, তরোয়াল কিছুই আর লালকেল্লায় নেই। যে ঐতিহাসিক তা সংগ্রহ করেছিলেন তিনিও কিছুই জানেন না এ বিষয়ে। প্রধানমন্ত্রী আপনি বিষয়টি খতিয়ে দেখুন'। ওই নেটিজেনকে প্রত্যুত্তর দিয়ে চন্দ্র বোস বলেন, 'বোস পরিবার নেতাজির ঐতিহাসিক টুপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিল লালকেল্লায় রাখার জন্য। আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন যেন টুপিটি স্থানান্তরিত না করা হয় এবং সেটি নিজের পূর্বের জায়গায় রাখা হয়'। এদিন এই সময় ডিজিটালের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'লালকেল্লাই নেতাজির ঐতিহাসিক টুপির আসল জায়গা। ওখানেই সেটি রাখা হোক। ভিক্টোরিয়ায় যে ওই টুপি রাখা হয়েছে, তা অনেকেই জানেন না। এরপর তো ওড়িশা সহ অন্যান্য জায়গায় নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে অনুষ্ঠান হবে। সবজায়গায় নিয়ে যাওয়া হবে? তাহলে তো টুপিটি হারিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমি সেই কারণেই প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি সেটিকে যথাস্থানে রাখার'। তিনি আরও বলেন, 'Victoria Memorial-র অনুষ্ঠানে রেপ্লিকা আনা উচিত ছিল। তাছাড়া যখন লালকেল্লার কাঁচের বাক্স ফাঁকা রয়েছে, তখন তো সেখানে লিখে দেওয়া উচিত যে টুপিটি কলকাতায় আনা হয়েছে। তাহলেই বিভ্রান্তি ছড়াত না'। উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করে দেশবাসীকে জানান, Netaji Subhas Chandra Bose-র টুপিটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রদর্শনীর জন্য সেখানে স্থানান্তরিত করা হয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3h9sJ2Y
Previous article
Next article
Leave Comments
Post a Comment