Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3i9kSV8
২ জুন জন্মদিন সোনাক্ষী সিনহার, সঙ্গে আপনারও হলে জানুন ভবিষ্যত্ https://ift.tt/3icwCGG

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: ১৯৮৭ সালের ২ জুন জন্ম সোনাক্ষী সিনহার। পুরনো দিনের হিন্দি ছবির তারকা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী ২০১০ সালে সলমান খানের বিপরীতে 'দাবাং' ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন। এই ছবির জন্য তিনি সেরা নতুন মুখ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে 'রাউডি রাঠোর', 'সন অফ সর্দার', 'দাবাং ২', 'মিশন মঙ্গল' এবং 'লুটেরা'। সোনাক্ষী ছাড়াও পরিচালক মণিরত্নমের। এঁদের সঙ্গে ২ জুন আরও যাঁদের জন্মদিন, তাঁদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। ২ জুনের জাতকদের ভাগ্য এই বছর ২ জুনের জাতকদের নিয়ন্ত্রক গ্রহ হল মঙ্গল। জুন মাসের শেষের মধ্যে আমদানি রফতানির ব্যবসায় যাঁরা যুক্ত, তাঁদের বারবার সমস্যায় পড়তে হতে পারে। তবে ২৪ জুন থেকে ২৮ জুলাইয়ের মধ্যে আপনার সামনে ভালো সুযোগ আসবে। ২ জুনের জাতকরা অগস্ট মাসে আর্থিক সমস্যার মুখে পড়বেন। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে অবশ্য ভাগ্য অপনার প্রতি প্রসন্ন হবে। নভেম্বর মাসে কর্মদক্ষতা ও কাজের প্রতি মনোযোগের সাহায্যে সব কাজ সফল ভাবে শেষ করতে সক্ষম হবেন আপনি। ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে আপনার জীবনযাত্রার মান উন্নত হবে। আপনার কাজের প্রশংসা করবে সবাই। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এই সময় আপনার স্বাস্থ্যও ভালো থাকবে না। তবে ছাত্র-ছাত্রীদের সময়টা ভালো কাটবে। ২ জুনের জাতকদের চরিত্র ২ জুন যাঁদের জন্ম, চারিত্রিক ভাবে তাঁরা দয়ালু প্রকৃতির। জীবনে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকে এঁদের। কোন কেরিয়ার বেছে নেবেন, সেই বিষয়ে নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন ২ জুনের জাতকরা। তবে কোনও একটি বিষয়ে এঁরা খুব বেশিদিন আটকে থাকতে পারেন না। চট করে সবাইকে বিশ্বাসও করতে পারেন না ২ জুনের জাতকরা। ২ জুনের জাতকদের টোটকা নেগেটিভ এনার্জি ও দুর্ভাগ্য থেকে বাঁচতে ২ জুনের জাতকরা প্রতি শনিবার সকালে একটা স্টিলের বাটিতে কিছুটা সর্ষের তেল নিন। এই তেলের মধ্যে নিজের মুখ স্পর্শ করুন। তারপর এটি কাউকে দান করে দিন। এর ফলে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। ২০২২-এর এপ্রিল পর্যন্ত প্রতি শনিবার এই কাজ করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3i9kSV8
Previous article
Next article
Leave Comments
Post a Comment