১ জুলাই থেকে সপ্তাহে ৩ দিন বাজার বন্ধ দক্ষিণ দমদমে https://ift.tt/3dlahTN - MAS News bengali

১ জুলাই থেকে সপ্তাহে ৩ দিন বাজার বন্ধ দক্ষিণ দমদমে https://ift.tt/3dlahTN

এই সময়: প্রবেশ পথ ঘিরে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। সেখান থেকে কিছুটা এগিয়ে থাকা অংশ আবার ঘেরা লোহার দুটি ব্যারিকেড দিয়ে। বড় করে লেখা, কনটেনমেন্ট জোন। সেখানে যাতায়াত রুখতে হাজির দুই পুলিশও। এই ছবি সল্টলেকের লাবনী আবাসনে। সেখানে ৪ জন করোনা আক্রান্ত হতেই ডি/১/৪-কে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। আগের মতোই সেখানে ফিরেছে কড়া নজরদারি। শুধু ওই আবাসন নয়, বিধাননগরে বেশ কিছু এলাকায় তৈরি হচ্ছে এমন মাইক্রো কনটেনমেন্ট জোন। এমনিতে রাজ্যজুড়ে সংক্রমণ অনেকটা কমে এলেও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হার কিছুটা চিন্তায় রেখেছে প্রশাসনকে। তাই কনটেনমেন্টে কড়াকড়ি করছে প্রশাসন। বিধাননগর পুরনিগম এলাকায় বর্তমানে কনটেনমেন্ট জোনের সংখ্যা ১১। প্রতিদিন এই পুরনিগম এলাকায় ২০-২৫ জন করোনা আক্রান্ত হচ্ছেন। সরকারি সূত্রে খবর, কোনও এলাকায় পরপর তিন জনের শরীরে করোনার জীবাণু মিললেই সংক্রমণ ঠেকাতে সেই জায়গাটিকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হচ্ছে। সংক্রমণ বাকিদের মধ্যে ছড়িয়ে পড়েছে কিনা তা জানার জন্য বাকি বাসিন্দাদের র‍্যাপিড আন্টিজেন টেস্টের ব্যবস্থাও করা হচ্ছে প্রশাসনের তরফে। লাবনী আবাসন যে ওয়ার্ডের মধ্যে পড়ছে সেই ৪০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর তুলসী সিনহা রায় জানাচ্ছেন, 'আগের মতোই কড়া নজরদারি পুলিশ চালাচ্ছে। আক্রান্তদের খোঁজও আমরা রাখছি। ওঁদের প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে চেয়েছিলাম। কিন্তু, ওঁরা নিজেরাই ব্যবস্থা করে নিয়েছেন।' তবে লাগোয়া কলকাতা পুরসভা এলাকায় এখনই কনটেনমেন্ট জোন করা হচ্ছে না বলে সোমবার জানিয়েছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'কোনও ওয়ার্ডের একই জায়গায় ১০ জন তো নয়, ৫ জন পর্যন্ত করোনা আক্রান্তের খবর এখন আসছে না। সংক্রমণ শহরে নিম্নমুখী। সে-কারণেই এখন কনটেনমেন্ট জোনের প্রয়োজন নেই।' দক্ষিণ দমদম পুরসভা এলাকায় বর্তমানে কনটেনমেন্ট জোনের সংখ্যা মাত্র ১। এই পুরসভার ১৪৬ নম্বর জপুর রোডটি বর্তমানে কনটেনমেন্ট জোন। তবে এই এলাকায় যে তিন জনের কারণে চারপাশ ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সোমবার সন্ধ্যায় তাঁদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এই পুরসভার বেশ কয়েকটি জায়গায় ফের নতুন করে সংক্রমণ মাথাচাড়া দেওয়ায় আগামী ১ জুলাই, বৃহস্পতিবার থেকে সপ্তাহে তিন দিন (সোম, বুধ, শুক্রবার) ওষুধ-দুধ ছাড়া বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ দমদম পুরসভা। পুর চেয়ারম্যান পাচু রায় জানিয়েছেন, আগামী ১৪ জুলাই পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে বাকি যে ৪ দিন বাজার খোলা থাকবে সেই দিনগুলিতে দুপুর ২টো পর্যন্ত বাজার খোলা থাকবে। বিধাননগর পুরনিগমের কেষ্টপুর রবীন্দ্রপল্লির প্রগতি সঙ্ঘ ক্লাব সংলগ্ন একটি বাড়িকেও কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানকার ৩ জন করোনা আক্রান্ত। ওই এলাকাতেও নজরদারির জন্য মোতায়েন রয়েছে পুলিশ। সল্টলেকের বিএফ ব্লকের একটি বাড়িতেও তিন জনের শরীরে করোনার জীবাণু মেলায় ওই বাড়িটিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। ওই ব্লকের বাসিন্দা অর্ণব চৌধুরী জানাচ্ছেন, আগের মতোই কঠোর নজরদারি চলছে। পুলিশ সবসময় থাকছে। পুরনিগমের প্রতিনিধিরাও এসে পরিস্থিতির দেখে যাচ্ছেন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3juewk9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads