ভরাডুবির দায় ভাইজানের উপর চাপাল কংগ্রেস! https://ift.tt/3ceP65B - MAS News bengali

ভরাডুবির দায় ভাইজানের উপর চাপাল কংগ্রেস! https://ift.tt/3ceP65B

এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনীতির ইতিহাসে এই প্রথম বিধানসভায় একটি আসনও পায়নি কংগ্রেস। ঠিক কী কারণে এই ধরাশায়ী পরিস্থিতি? বঙ্গ বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি পর্যালোচনা করতে কেন্দ্রীয় নেতা অশোক চৌহানের নেতৃত্বে একটি কমিটি গঠন করে হাইকমান্ড। কমিটিতে রয়েছেন সলমান খুরশিদ এবং মনীশ তিওয়ারিও। এই পাঁচ সদস্যের কমিটির রিপোর্টে জানানো হয়েছে, 'সাম্প্রদায়িক শক্তি'-র সঙ্গে জোটের ফলেই মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। অতএব ঘুরপথে ISF-কেই দায়ী করেছে কংগ্রেস () হাইকমান্ড। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক স্তরেও বদল চেয়ে শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট জমা করে কমিটি। জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেসের তরফে আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, আবু হাসেম খান চৌধুরী এবং দীপা দাসমুন্সি। কংগ্রেসের শোচনীয় ফলের ময়নাতদন্তে গত কয়েকদিন ধরেই কেন্দ্র ধরে ধরে ফলাফল নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সূত্রের খবর, প্রশ্ন উঠেছে অধীর চৌধুরীর ভূমিকা নিয়েও। তাঁকে সরিয়ে বিকল্প মুখ তুলে আনার দাবি জানানো হয়। দুর্বল সংগঠনের কারণেই ভোটে এমন বিপর্যয় বলে জানানো হয় কমিটির রিপোর্টে। এদিকে, ভারডুবির জন্য মূলত দায়ী করা হয়েছে ISF-কেই। আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে জোট কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে বলেই মনে করছে জাতীয় কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের একাধিক নেতার বক্তব্য, জোট কেবলমাত্র বামফ্রন্টের সঙ্গে হয়েছিল। এরপর বামফ্রন্টে জোটে ISF-কে সামিল করে। আব্বাসের সঙ্গে কংগ্রেসের কোনওরকম সমঝোতা হয়নি বলেও মত অনেকের। এই পরিস্থিতিতে সাধারণ ভোটাররাও বিভ্রান্তির শিকার হয়েছেন। এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি () ও আবদুল মান্নানের (Abdul Mannan) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের (Somen Mitra) পুত্র রোহন মিত্র (Rohan Mitra)। একুশের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্য অধীর-মান্নানকেই কার্যত কাঠগড়ায় তুললেন রোহন। ISF-এর সঙ্গে জোট নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই সময় ডিজিটাল-কে রোহন বলেছেন, 'কংগ্রেসে লবিবাজি চলছে। আগামী দিনে মান্নান প্রদেশ কংগ্রেস সভাপতি এলে আমরা দল ছাড়ব'। এই সময় ডিজিটাল-কে সোমেন-পুত্র বলেন, 'আবদুল মান্নান অধীর চৌধুরীকে ফুরফুরা শরিফে নিয়ে গিয়েছিলেন। ওটা ধর্মীয় জায়গা। ওখানে রাজনৈতিক আলোচনা করা ঠিক হয়নি। এই চাপ উনি আমার বাবাকেও দিতেন। আব্বাসের সঙ্গে তাঁরা দেখা করতে গিয়েছিলেন। আব্বাসের সঙ্গে কথা বলেছেন অধীর ও মান্নান। কংগ্রেসে লবিবাজি চলছে। দলটা পুরো শেষ হয়ে গিয়েছে। এজন্য দায়ী অধীর চৌধুরী ও আবদুল মান্নান। মান্নান প্রদেশ কংগ্রেস সভাপতি হলে আমরা দল ছাড়ব।' প্রসঙ্গে রোহন বলেন, 'ISF তো কোনও দল ছিল না। কোনও আন্দোলন করেনি। আমরা জানতেই পারিনি ISF-এর সঙ্গে জোট হচ্ছে কিনা। আমরা জানতাম বামেদের সঙ্গে জোট হচ্ছে'। সোমেন-পুত্রের কথায়, 'নির্বাচনে আমরা BJP-কে আক্রমণ করলাম না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গেলাম। ভোটে কংগ্রেস জিরো হয়েছে, কীভাবে ঘুরে দাঁড়াবে, তা না ভেবে এখনও লবিবাজি চলছে।' কলকাতার আরও খবরের জন্য প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3g95Z2I
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads