পাহাড়ের রাজনীতিতে শোরগোল, সরানো হল কার্শিয়ঙের পুর চেয়ারম্যানকে https://ift.tt/2RmRYpA - MAS News bengali

পাহাড়ের রাজনীতিতে শোরগোল, সরানো হল কার্শিয়ঙের পুর চেয়ারম্যানকে https://ift.tt/2RmRYpA

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা আবহে কার্শিয়ংবাসীকে পুর পরিষেবা দিতে ব্যর্থ চেয়ারম্যান। এমনকী, পুরকর্মীদের সহযোগিতাও করছেন না। এই অভিযোগেই পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হল কৃষ্ণা লিম্বুকে। তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন কাউন্সিলররা। শুক্রবার জরুরি বৈঠক ডেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। নতুন চেয়ারম্যান হিসেবে ব্রিগেন গুরুঙের নাম প্রস্তাব করা হয়। কার্শিয়ং পুরসভায় মোট ২০টি ওয়ার্ড রয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় এই মুহুর্তে ১৯ জন কাউন্সিলর রয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জন কাউন্সিলরই চেয়ারম্যানের অপসারণের পক্ষে সায় দেন। তারপরই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে ১৭ মে তাঁকে চিঠি পাঠানো হয়। তাঁকে ১৪দিন সময় দেওয়া হয় চিঠির উত্তর দেওয়ার জন্য। এমনকী তাঁকে বলাও হয় তাঁর পক্ষে কতজন আছে তা জানানোর জন্য। কিন্তু, তিনি কোনও উত্তর না দেওয়ায় ১ জুন জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন সহকারী চেয়ারম্যান ব্রিগেন গুরুং। তিনি বিজ্ঞপ্তি জারি করে ৪জুন অর্থাৎ শুক্রবার বৈঠক ডাকেন। এ বিষয়ে প্রস্তাবিত চেয়ারম্যান ব্রিগেন গুরুং বলেন, '১৬ জন কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে একজন বাদে সকলেই চেয়ারম্যান অপসারণের পক্ষে ছিল। সকলের একই অভিযোগ পাহাড়ে করোনা পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করেননি চেয়ারম্যান। এমনকী, প্রশাসনিক কাজকর্মেও অসহযোগিতা করেছেন। তাই তাঁকে আমরা সরাতে বাধ্য হলাম। আমরা ইতিমধ্যেই বিষয়টি জেলাশাসক সহ মহকুমাশাসককে জানিয়ে দিয়েছি। তাঁরা যেদিন বলবেন ওই দিন নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হবে। তবে নতুন চেয়ারম্যান কে হবে তা দল ঠিক করবে'। কার্শিয়ং পুরসভায় এই মুহুর্তে বিনয় তামাং পন্থী মোর্চার কাউন্সিলরের সংখ্যাই বেশী। চেয়ারম্যান কৃষ্ণা লিম্বুও তাঁর দলেই ছিল। কিন্তু, তিনি এখন রাজ্যের শাসক দল তৃণমুলের দিকে ঝুঁকেছেন। আর তাই তাঁকে জোর করে মিথ্যা অভিযোগে সরানো হল বলেই মন্তব্য কৃষ্ণা লিম্বুর। তিনি বলেন, 'করোনা নতুন নয় গত বছর থেকে করোনা রয়েছে। এই মহামারী পরিস্থিতিতে আমি রাস্তায় থেকে কাজ করেছি। কার্শিয়ঙে আইসোলেশন সেন্টার করেছি। আমি অসুস্থ তাই পুরসভায় যেতে পারছিনা। তা আমি প্রশাসনিক কর্তাদের জানিয়েও দিয়েছি। তারপরেও তাঁরা যেটা করল সেটা অনৈতিক কাজ। আমি এখন মোর্চা ছেড়ে তৃণমুলে যোগ দিচ্ছি, হয়তো এই কারণেই আমাকে অপসারিত হতে হল। তবে বাকি ছয় মাসের জন্য আমি কাউন্সিলর হিসেবে মানুষের জন্য কাজ করব'। এদিকে এদিন কৃষ্ণা লিম্বু ছাড়া পেম্বা তামাং অনুপস্থিত ছিলেন। আর শ্যাম শেরপার করোনা হওয়ায় তিনি আসতে পারেননি বৈঠকে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uNVOG9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads