নরেন্দ্র মোদীর চেয়ে অভিষেকের ব্যবহারে বেশি আপ্লুত শুভ্রাংশু https://ift.tt/2Rk2L3R - MAS News bengali

নরেন্দ্র মোদীর চেয়ে অভিষেকের ব্যবহারে বেশি আপ্লুত শুভ্রাংশু https://ift.tt/2Rk2L3R

এই সময়: বুধবার সন্ধ্যায় যুব তৃণমূল সভাপতি হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুকুল রায়ের অসুস্থ স্ত্রী কৃষ্ণাকে। তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনাও শুরু হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, ঘটনাটি রাজনৈতিকভাবে দেখার কোনও মানে হয় না। তাঁর কথায়, 'উনি শুধু মুকুল রায়ের স্ত্রী নন, আমার কাছে মাতৃসমা। ছোটবেলা থেকে ওঁকে আমি চিনি। রাজনৈতিক ভাবে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু কোথাও একটা মানবতা বোধ কাজ করে।' অভিষেকের এই প্রতিক্রিয়ায় স্বভাবতই আপ্লুত মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। তাঁর মতে, অভিষেকের এই সৌজন্যবোধ ভারতীয় রাজনীতিতে অন্য মাত্রা এনে দেবে। শুভ্রাংশু বলেন, 'অভিষেক আমার মাকে সম্মান দেয়। যখনই দেখা হয়, মায়ের খবর নেয়। ও যা করেছে, রাজনীতির ঊর্ধ্বে উঠে করেছে।' বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মুকুল রায়কে ফোন করে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মিনিট দুয়েক দু'জনের কথা হয়। চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া তাঁদের মধ্যে অন্য কোনও বিষয় কথা হয়নি বলে মুকুলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। তবে প্রধানমন্ত্রীর ফোনের থেকেও তাঁর মাকে অভিষেকের দেখতে আসা অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শুভ্রাংশু। এই প্রসঙ্গে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বিজেপির কর্মকর্তা। আর আমার বাবা বিজেপি কর্মী। তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই। কিন্তু তবে বিরোধী দলের হয়েও অভিষেক যা করেছে, তা প্রশংসার দাবি রাখে।' দিন কয়েক আগেই শুভ্রাংশু ফেসবুকে একটি পোস্ট করে বলেছিলেন, 'তৃণমূলের সমালোচনা করার আগে বিজেপির উচিত আত্মসমালোচনা করা।' তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল- তবে কি শুভ্রাংশু পুরোনো দলে ফিরে যাচ্ছেন? এদিন কিন্তু সেই জল্পনা খারিজ করে দেননি তিনি। শুভ্রাংশুর কথায়, 'এখন মাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। অন্য কিছু নিয়ে মাথা ঘামাচ্ছি না। এ সব নিয়ে পরে ভাবা যাবে।' শুভ্রাংশুর দাবি, শুধু অভিষেকই নয়, ফোন করে তাঁর মায়ের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তৃণমূলের আরও অনেক শীর্ষ নেতা। তবে অমিত শাহ, জগৎপ্রকাশ নাড্ডার মতো শীর্ষ বিজেপি নেতারাও যে ফোন করে তাঁর মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, তা-ও এদিন উল্লেখ করেছেন মুকুল-পুত্র।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cgWQ6R
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads