SBI-তে Specialist Cadre Officer ও Pharmacist পদে শুরু কর্মী নিয়োগ https://ift.tt/3eczLCK - MAS News bengali

SBI-তে Specialist Cadre Officer ও Pharmacist পদে শুরু কর্মী নিয়োগ https://ift.tt/3eczLCK

2021: চাকরি সন্ধানীদের জন্য সুখবর। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা SBI-তে কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্প্রতি চালু হয়েছে। Specialist Cadre Officer ও Pharmacist পদে মোট ১৪৪ জনকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে SBI-এর পক্ষ থেকে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই চাকরির জন্য আবেদনপত্র জমা করতে পারেন। আবেদন পত্র জমা করার শেষ তারিখ ৩ মে ২০২১। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাংকের তরফ থেকে। যে সমস্ত চাকুরী প্রার্থীরা আবেদন পত্র জমা করতে ইচ্ছুক, তাঁরা SBI-এর ওয়েবসাইটে গিয়ে এই বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে দেখতে পারেন।সেখানেই আবেদনপত্র সংক্রান্ত সমস্ত বিষয় তাঁরা এই বিজ্ঞপ্তিতেই পেয়ে যাবেন। এই ওয়েবসাইটেই SBI-এর বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা Specialist Cadre Officer ও Pharmacist পদে আবেদন করতে গেলে চাকুরী প্রার্থীদের অবশ্যই বেশ কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আসুন দেখে নেওয়া যাক কোন পদের জন্য কি যোগ্যতা অবশ্যই থাকা উচিৎ একজন প্রার্থীর।
পদের নাম শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
Manager (Risk Management) MBA/ Master’s Degree/ PG Diploma ও সঙ্গে কাজের অভিজ্ঞতা দরকার। .
Manager (Credit Analyst) স্নাতক ও কাজের অভিজ্ঞতা
Sr. Special Executive (Compliance) MBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা দরকার।
Sr. Special Executive (Strategy-TMG) MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Sr. Special Executive – (Global Trade) MBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Senior Executive (Retail & Subsidiaries) MBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Senior Executive (Finance) MBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Senior Executive (Marketing) MBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Deputy Chief Technology Officer (IT-Digital Banking) B.Tech/ B.E/M. Sc/ M.Tech/ MCA ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Manager (History) (MMGS-III) Master Of Arts (Economics/ History) ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Executive (Document Preservation-Archives) Master Of Arts (Economics/ History) ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Pharmacist ৬৭ SSC, D.Pharma/ B.Pharma/ M.Pharma/ Pharma D ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Data Analyst (MMGS-II) B.E/ B.Tech/ M.E/ M.Techও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Manager (Credit Analyst) (MMGS-III) ৪৫ Any Degree, MBA/ PGDBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Manager (Job Family & Succession Planning) (MMGS-III) Any Degree, MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Manager (Remittances) (MMGS-III) Full Time B.E/ B. Tech MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Dy. Manager (Marketing – Financial Institutions (MMGS-II) MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Dy. Manager (Chartered Accountant) (MMGS-II) Chartered Accountant (Preferably Passed in One Attempt).
Dy. Manager (Anytime Channel) (MMGS-II) BE/ B. Tech (IT), MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
Deputy Manager (Strategic Training) (MMGS-II) MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা।
মোট ১৪৪
কীভাবে করবেন আবেদন? -এই লিঙ্কে ক্লিক করলে খুব সহজেই আপনার সামনে খুলে যাবে ব্যাংকের তরফ থেকে জারি করা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানেই আপনি পেয়ে যাবেন অনলাইনে আবেদন পত্র জমা করার সমস্ত তথ্য। ৩ মে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। এই তারিখের আগেই আপনার আবেদন পত্র অবশ্যই জমা করবেন। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uTnrOq
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads