Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uTnrOq
SBI-তে Specialist Cadre Officer ও Pharmacist পদে শুরু কর্মী নিয়োগ https://ift.tt/3eczLCK

2021: চাকরি সন্ধানীদের জন্য সুখবর। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা SBI-তে কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্প্রতি চালু হয়েছে। Specialist Cadre Officer ও Pharmacist পদে মোট ১৪৪ জনকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে SBI-এর পক্ষ থেকে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই চাকরির জন্য আবেদনপত্র জমা করতে পারেন। আবেদন পত্র জমা করার শেষ তারিখ ৩ মে ২০২১। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাংকের তরফ থেকে। যে সমস্ত চাকুরী প্রার্থীরা আবেদন পত্র জমা করতে ইচ্ছুক, তাঁরা SBI-এর ওয়েবসাইটে গিয়ে এই বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে দেখতে পারেন।সেখানেই আবেদনপত্র সংক্রান্ত সমস্ত বিষয় তাঁরা এই বিজ্ঞপ্তিতেই পেয়ে যাবেন। এই ওয়েবসাইটেই SBI-এর বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা Specialist Cadre Officer ও Pharmacist পদে আবেদন করতে গেলে চাকুরী প্রার্থীদের অবশ্যই বেশ কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আসুন দেখে নেওয়া যাক কোন পদের জন্য কি যোগ্যতা অবশ্যই থাকা উচিৎ একজন প্রার্থীর।
কীভাবে করবেন আবেদন? -এই লিঙ্কে ক্লিক করলে খুব সহজেই আপনার সামনে খুলে যাবে ব্যাংকের তরফ থেকে জারি করা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানেই আপনি পেয়ে যাবেন অনলাইনে আবেদন পত্র জমা করার সমস্ত তথ্য। ৩ মে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। এই তারিখের আগেই আপনার আবেদন পত্র অবশ্যই জমা করবেন। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে ।
পদের নাম | শূন্য পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
Manager (Risk Management) | ১ | MBA/ Master’s Degree/ PG Diploma ও সঙ্গে কাজের অভিজ্ঞতা দরকার। . |
Manager (Credit Analyst) | ২ | স্নাতক ও কাজের অভিজ্ঞতা |
Sr. Special Executive (Compliance) | ১ | MBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা দরকার। |
Sr. Special Executive (Strategy-TMG) | ১ | MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Sr. Special Executive – (Global Trade) | ১ | MBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Senior Executive (Retail & Subsidiaries) | ১ | MBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Senior Executive (Finance) | ১ | MBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Senior Executive (Marketing) | ১ | MBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Deputy Chief Technology Officer (IT-Digital Banking) | ১ | B.Tech/ B.E/M. Sc/ M.Tech/ MCA ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Manager (History) (MMGS-III) | ১ | Master Of Arts (Economics/ History) ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Executive (Document Preservation-Archives) | ১ | Master Of Arts (Economics/ History) ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Pharmacist | ৬৭ | SSC, D.Pharma/ B.Pharma/ M.Pharma/ Pharma D ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Data Analyst (MMGS-II) | ৮ | B.E/ B.Tech/ M.E/ M.Techও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Manager (Credit Analyst) (MMGS-III) | ৪৫ | Any Degree, MBA/ PGDBA/ PGDBM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Manager (Job Family & Succession Planning) (MMGS-III) | ১ | Any Degree, MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Manager (Remittances) (MMGS-III) | ১ | Full Time B.E/ B. Tech MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Dy. Manager (Marketing – Financial Institutions (MMGS-II) | ১ | MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Dy. Manager (Chartered Accountant) (MMGS-II) | ৬ | Chartered Accountant (Preferably Passed in One Attempt). |
Dy. Manager (Anytime Channel) (MMGS-II) | ২ | BE/ B. Tech (IT), MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
Deputy Manager (Strategic Training) (MMGS-II) | ১ | MBA/ PGDM ও সঙ্গে কাজের অভিজ্ঞতা। |
মোট | ১৪৪ |
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3uTnrOq
Previous article
Next article
Leave Comments
Post a Comment