Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3t7ihOc
ভক্তের সেলফিতে প্রশ্নে শ্রাবন্তী, খোশমেজাজে পার্থ https://ift.tt/3sapsnz
এই সময়: বেলা তখন সাড়ে তিনটে। বুথ পরিদর্শন করে বেরিয়ে আসার সময়ে ওই চত্বরেই একঝাঁক তরুণীর ডাকে ফিরে সেলফি তুলছিলেন প্রথমবার ভোটে দাঁড়ানো তারকা প্রার্থী। আর তাতেই বাধল গোল। একের পর এক সেলফিতে জটলা বাড়তেই এগিয়ে এলেন তৃণমূলের বুথ এজেন্ট। সঙ্গে সরব তিন মহিলা ভোটার। তাঁদের প্রশ্ন, 'বুথ চত্বরের মধ্যে প্রার্থী কেন সেলফি তুলে জটলা পাকাবে? তার উপরে প্রার্থীর মুখে মাস্ক নেই!' সম্মিলিত প্রতিবাদে বুথ ছাড়লেন বিজেপির বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ময়দান যদিও ছাড়লেন না। ওই কেন্দ্রের হেভিওয়েট তৃণমূল প্রার্থী তখন রাস্তার ধারের যাত্রী প্রতীক্ষালয়ে চেয়ার-টেবিল পেতে দুপুরের খাবার খেতে বসেছেন। খানকতক লুচি আর তরকারি। হাসতে হাসতে পার্থ বললেন, 'সকাল থেকে কিছু খাইনি। শনিবার আমার নিরামিষ আহার।' আর ভোট? 'জয় নিয়ে ভাবছি না। মার্জিন কত বাড়বে, সেটাই প্রশ্ন'- বলছেন বিদায়ী শিক্ষামন্ত্রী। এর আগে সকালবেলা নাকতলার বাড়ি থেকে বেরিয়ে সামনের উদয়ন সঙ্ঘের বুথে ভোট দেন পার্থ। তার পরে একটি মন্দিরে প্রণাম সেরে নিজের কেন্দ্রে ঢুকে পরের পর বুথে ঘোরেন। সামান্য কিছু গোলমাল ছাড়া এদিন বেহালা পশ্চিমের ভোট কাটে নির্বিঘ্নেই। তারই মধ্যে উত্তেজনা ছড়ায় শকুন্তলা পার্ক এলাকার একটি স্কুলে। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেখানে চার মতুয়া ভোটারকে আঙুলে কালি লাগানোর পরে বুথ থেকে বের করে দেওয়া হয়। তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। সেই খবর পাওয়ার পরে শ্রাবন্তী তাঁদের বাড়িতে যান। ওই ভোটারদের সঙ্গে করে ভোট কেন্দ্রে নিয়ে যান। সেখানে গিয়ে ফের ঝামেলা বাধে। তবে শেষ পর্যন্ত তাঁরা ভোট দিতে পারেন। পরে সেই ঘটনা নিজে সামাজিক মাধ্যমে পোস্ট করেন শ্রাবন্তী। পরে সেই বুথেই অনেক ক্ষণ কাটান অভিনেত্রী। তা নিয়ে অভিযোগ করেন তৃণমূলের কর্মী-সদস্যেরা। পরে গোলমালের খবর পেয়ে সেখানে যান পার্থও। তারপর শ্রাবন্তী সেই বুথ ছাড়েন। পরে এই ঘটনা নিয়ে পার্থ বলেন, 'মতুয়া ভোটার নিয়ে অনেকে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন। কিন্তু তাঁরা মতুয়া নিয়ে কিছু বলতে পারবেন না। মতুয়ার সঙ্গে প্রথম থেকে আমরাই ছিলাম। বড়মার পাশে আমরাই ছিলাম। এখন আমাদের মতুয়া নিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করলে মানুষ জবাব দেবে।' বিকেলের দিকে একটি বালিকা বিদ্যালয়ের বুথ থেকে বেরোনের সময় শ্রাবন্তীর সেলফি তোলা নিয়ে গোলমাল বাধে। কয়েকজন মহিলা ভোটার প্রতিবাদ করে বলেন, 'আমরা কি এখানে ছবি তুলতে এসেছি?' তৃণমূলের বুথ এজেন্ট এসে বলেন, 'এর পরে আপনারাই বুথে জটলার অভিযোগ করবেন?' শ্রাবন্তী বেরনোর আগে বলেন, 'আপনারা যা খুশি বলতে পারেন। আপনারা চালিয়ে যান।' তৃণমূলের বুথ এজেন্ট বলেন, 'জিজ্ঞাসা করে দেখুন, আপনার বুথ এজেন্টদের আমরাই জল খাওয়াচ্ছি।' শ্রাবন্তী ফের বলেন, 'আপনারা চালিয়ে যান।' টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3t7ihOc
Previous article
Next article

Leave Comments
Post a Comment