‘কমিশন শাহ-মোদীর দাস’, নজিরবিহীন আক্রমণ অভিষেকের https://ift.tt/3mAMd2V - MAS News bengali

‘কমিশন শাহ-মোদীর দাস’, নজিরবিহীন আক্রমণ অভিষেকের https://ift.tt/3mAMd2V

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটপ্রচারের নিয়মবিধি পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি টুইটে কমিশনের বিরুদ্ধে মোদী এবং অমিত শাহের 'দাসত্ব' করার অভিযোগও তুলেছেন তিনি। টুইটে ঠিক কী লিখেছেন অভিষেক? এই যুব তৃণমূল নেতা জানান, 'নির্বাচন কমিশনের নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রতি দাসত্ব জঘন্যভাবে নোংরা। ক্ষমতার লোভ BJP-কে অন্ধ করে দিয়েছে।নির্বাচন কমিশন কমপক্ষে নিরপেক্ষ থাকার নাটকটুকু করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের লোকদের জন্য প্রচার করা থেকে আটকানো সম্ভব, কিন্তু মানুষের মন থেকে তাকে বার করবেন কীভাবে?' কমিশনকে এই ভাষায় আক্রমণ কার্যত নজিরবিহীন। উল্লেখ্য, এখনও চার দফার নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে বঙ্গে। পরবর্তী দফাগুলি যথাক্রমে ১৭, ২২, ২৬ এবং ২৯ এপ্রিল। কিন্তু, নির্বাচন কমিশনের নয়া নিয়ম অনুযায়ী এই দফার প্রার্থীরা প্রচারের জন্য তুলনামূলক কম সময় পাবেন। এই নির্দেশিকাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন রাজ্যের শাসকদল। তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, 'দেশে জরুরি অবস্থা ঘোষণা হল বলে। কমিশন এখন BJP-র হকুমের দাসে পরিণত হয়েছে।' তবুও আত্মবিশ্বাসের সুরে শাসকদলের নেতারা জানাচ্ছেন, এর পরও অনায়াসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে। অন্যদিকে, আগের প্রার্থীরা বেশি সময় পাওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগও উঠতে শুরু করেছে। অন্যদিকে, শীতলকুচির ঘটনার বড় আরও কড়া নির্বাচন কমিশন। কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্রে আগামী ৭২ ঘণ্টার জন্য কোনও রাজনৈতিক দলের নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবারই ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তা আর সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। ২১-এর বিধানসভা নির্বাচনে কমিশনের এই সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3g1KXV2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads