এই সব প্ল্যানে সারা বছর রিচার্জের চিন্তা নেই! রোজ 2GB ডেটা, সেরা কে? https://ift.tt/2RhrQfo - MAS News bengali

এই সব প্ল্যানে সারা বছর রিচার্জের চিন্তা নেই! রোজ 2GB ডেটা, সেরা কে? https://ift.tt/2RhrQfo

এই সময় ডিজিটাস ডেস্ক: Reliance Jio, Airtel এবং Vi বা Vodafone Idea-র ঝুলিতে রয়েছে একগুচ্ছ আকর্ষণীয় রিচার্জ প্ল্যান। সেই প্ল্যানের প্রাইস ক্যাটেগরি যেমন বিভিন্ন রেঞ্জের, তেমনই আবার তাদের ভ্যালিডিটিও বিভিন্ন ধরনের। বিগত কিছু দিন ধরে বেশির ভাগ টেলিকম কোম্পানিরই একাধিক ট্যারিফ প্ল্যানের খরচ বাড়ানোর খবর সামনে আসছে। পাশাপাশিই আবার জানা গিয়েছে যে, ট্যাক্সের জন্যই এবার টেলিকম কোম্পানিগুলি, তাদের একাধিক প্ল্যানের খরচ বাড়াতে চলেছে। একটা বিষয় মাথায় রাখবেন, রিচার্জ প্ল্যান এমনই নেওয়া উচিত, যার ভ্যালিডিটি বেশি। বেশি ভ্যালিডিটি হলে আপনার বারংবার রিচার্জ করানোর ঝক্কিও পোহাতে হবে না। আর সেই দিকটা মাথায় রেখেই Reliance Jio, Airtel এবং Vi, তার ইউজারদের বেশ কিছু বার্ষিক প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে। সেই সব প্ল্যানের খরচ একটু বেশি ঠিকই। তবে, ভ্যালিডিটি যেমন 1 বছর, তেমনই আবার সেই সব প্ল্যানে এক বছরের জন্য প্রতিদিন 2GB ডেটার অফার পেয়ে যান ইউজারেরা। Jio vs Airtel vs Vi-এর বার্ষিক প্ল্যানগুলির মধ্যে সেরা কোনটি, দেখে নেওয়া যাক। Reliance Jio-র 2,399 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান - Jio-র 2,399 টাকার প্রিপেইড ভ্যালিডিটি 1 বছর বা 365 দিন। আর এই সমগ্র ভ্যালিডিটি পিরিওড-জুড়ে অর্থাৎ 1 বছরের জন্য ইউজারদের রোজ 2GB হাই-স্পিড ডেটা অফার করা হবে। তবে, ডেইলি ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64Kbps হয়ে যাবে। এই রিচার্জ প্ল্যানে দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে, আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হয়। সেই সঙ্গেই আবার রয়েছে প্রতিদিন বিনামূল্যে 100 SMS পাঠানোর সুযোগ। পাশাপাশিই ইউজারেরা সমস্ত Jio Apps-এর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যান। Reliance Jio-র 2,599 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান - এই 2599 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটিও 1 বছর বা 365 দিন। আর সমগ্র ভ্যালিডিটি পিরিওড অর্থাৎ এক বছরের জন্যই ইউজারদের রোজ 2GB করে হাই-স্পিড ডেটা অফার করা হয়। তবে, ডেইলি ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে এই প্ল্যানের ইন্টারনেট স্পিড নেমে যায় 64Kbps-এ। এছাড়াও এই প্রিপেইড প্যাকে রয়েছে অন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই 100 SMS পাঠানোর পরম সুযোগ। এই রিচার্জ প্ল্যানে সমস্ত Jio Apps-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করা হয় গ্রাহকদের। পাশাপাশিই আবার Disney + Hotstar VIP সাবস্ক্রিপশনও এক বছরের জন্য অফার করা হয় গ্রাহকদের। Airtel-এর 2,498 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান - Airtel-এর এই 2500 টাকারও কম খরচের প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন বা 1 বছর। এই প্ল্যানে গ্রাহকদের এক বছরের জন্য প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা অফার করা হয়। এই প্রিপেইড প্যাকেও অন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার রয়েছে। সেই সঙ্গেই আবার রয়েছে প্রতিদিন 100 SMS ফ্রি-তেই পাঠানোর সুবর্ণ সুযোগ। Airtel-এর 2,698 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান - বেসরকারি টেলকো Airtel-এর এই রিচার্জ প্যাকের ভ্যালিডিটিও 365 দিন বা 1 বছর। আর এই সমগ্র ভ্যালিডিটি পিরিওড পর্যন্ত অর্থাৎ 1 বছরের জন্যই ইউজারদের রোজ 2GB হাই-স্পিড ডেটা অফার করা হয়। এই রিচার্জ প্ল্যানেও রয়েছে প্রতিদিন 100 SMS পাঠানোর সুযোগ এবং সেই সঙ্গেই আবার রয়েছে দেশের অন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের অফারও। সবথেকে আকর্ষণীয় অফার হল, 1 বছরের জন্য Disney + Hotstar VIP সাবস্ক্রিপশনের অফার, যা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই পেয়ে যান গ্রাহকেরা। Vi-এর 2,595 টাকার প্রিপেইড রিচার্জ প্যাক - -র এই 2,595 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন বা এক বছর। আর এই এক বছরের জন্য প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা পেয়ে যান গ্রাহকেরা। এই প্ল্যানেও দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS বিনামূল্যেই পাঠানোর সুযোগ পেয়ে যান গ্রাহকেরা। Vi-এর এই প্রিপেইড প্যাকের সবথেকে আকর্ষণীয় অফার হল, উইকেন্ড ডেটা রোলওভার। অর্থাৎ, সারা সপ্তাহের বেঁচে যাওয়া ইন্টারনেট উইকেন্ডে শনি ও রবিবার ব্যবহার করতে পারেন গ্রাহকেরা। এছাড়াও এই Vi প্ল্যানে এক বছরের জন্য Zee5 সাবস্ক্রিপশনের অফার পান গ্রাহকেরা এবং তার সঙ্গেই থাকে Vi Movies And TV কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই অ্যাকসেস করার সুযোগ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3s5lb4J
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads