Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3mxyU3g
'দিদি ও তার গুন্ডারা এসব করেছে', কোচবিহারকাণ্ডে মমতাকে তোপ মোদীর https://ift.tt/3dUH3eb
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলায় চতুর্থ দফার নির্বাচনে ভোটপ্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ()। শনিবার শিলিগুড়ির সভায় মোদী বলেন, 'কোচবিহারে যা হয়েছে, তা দু:খজনক। নিহতদের পরিবারের পাশে আছি। কমিশনের কাছে আর্জি, দোষীদের কঠোর শাস্তি দিন। BJP-র সমর্থন দেখে দিদি ও তাঁর গুন্ডারা এসব করছেন। দিদি, আপনার কুর্সি চলে যাচ্ছে। দিদি, তাঁর গুন্ডাকে সাফ কথা বলছি, বাংলায় এসব চলবে না। হিংসা আপনার রক্ষা করবে না।' উল্লেখ্য, চতুর্থ দফার ভোটে কোচবিহারে ৫ জনের মৃত্যু হয়েছে। মমতাকে নিশানা করে এদিন ফের 'দিদি, ও দিদি' বলে সরব হন মোদী। নমো বলেন, 'যদি যেতে হয়, আপনি এবার চলে যাবেন। তোলাবাজ চলে যাবে, সিন্ডিকেট চলে যাবে'। প্রধানমন্ত্রী আরও বলেন, 'আপনারা জানেন আমি চা ওয়ালা। গোটা উত্তরবঙ্গ আমায় অনেক অনেক আশীর্বাদ দিয়েছেন। তৃণমূল সরকার যাচ্ছে, BJP সরকার আসছে। প্রথম তিন দফার ভোটে বাংলায় BJP-র পক্ষে বাম্পার ভোট পড়েছে।' মমতাকে বিঁধে মোদী আরও বলেন, 'দিদির মন্ত্রীরা হুমকি দিচ্ছেন। বাহিনীর বিরুদ্ধে মানুষকে আপনি উস্কানি দিচ্ছেন। বাংলা দিদির জমিদারি চলবে না। দিদি বাংলাকে বরবাদ করেছেন।' তৃণমূলনেত্রীকে টার্গেট করে মোদী বলেছেন, '১০ বছর ধরে রাজ্যে ক্ষমতায় থেকে দিদি জনগণকে শেখাচ্ছেন, কীভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে হয়, হামলা করতে হয়।' মমতাকে আক্রমণ করে মোদীর কটাক্ষ, 'এবারের ভোটে ছাপ্পা ভোট দিতে পারছেন না বলে অসন্তুষ্ট দিদি। সভায় ভিড় দেখে দিদি বলছেন, সবাই নাকি পয়সার বিনিময়ে এখানে এসেছেন। আপনারাইউ বলুন, কারওর থেকে টাকা নিয়েছেন?' নমো বলেন, 'BJP সরকার বাংলায় এলে দিনরাত কাজ করবে। ভয় পাবেন না, আমরা আমাদের পাশে আছি। নতুন বছরে নতুন বাংলা তৈরি হবে। ' টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3mxyU3g
Previous article
Next article

Leave Comments
Post a Comment