Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3d82ut8
বার্ধক্যের বাধা ভেঙে ভোট দেবেন স্বাধীনতা সংগ্রামীদের স্ত্রীরা https://ift.tt/2PI49N7
এই সময় ডিজিটাল ডেস্ক: কাবু করেছিল বার্ধক্য। বিগত বেশ কয়েকটি নির্বাচনে তাই ভোটদান করতে পারেননি প্রায় ৯০ ছুঁই ছুঁই গীতা ভট্টাচার্য ও নমিতা ভট্টাচার্য। কিন্তু চলতি বছর পোস্টাল ব্যালটে ভোট দেবেন মালদার হরিশ্চন্দ্রপুর মধ্যপাড়ার বাসিন্দা এই দুই প্রবীণা। তাঁরা দুজনেই স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন স্বামীরা। বার্ধক্যের বাধায় গণতান্ত্রিক অধিকার না হারানোয় খুশি তাঁরা। গীতা এবং নমিতা ভট্টাচার্য, দু'জনের স্বামীই গান্ধী আদর্শে বিশ্বাসী ছিলেন। তাঁর আদর্শকে সামনে রেখেই ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের মুক্তিযুদ্ধে। এছাড়াও দুই বৃদ্ধার যোগসূত্র রয়েছে রবীন্দ্র সহচর বিধুশেখর শাস্ত্রী সঙ্গেও। স্বাধীনতা সংগ্রামী বিষ্ণুপুর ভট্টাচার্যের স্ত্রী নমিতা ভট্টাচার্য ইতিমধ্যেই ৯০ পার করেছেন। ভাঙা ভাঙা গলায় তিনি বলেন, 'শেষ কবে বুথে ভোট দিতে গিয়েছিলেন তা ঠিক মনে নেই । তবে বিগত ২০ বছর বার্ধক্য কাবু করায় ভোট দিতে পারেননি তিনি। স্মৃতি হাতড়ে এই প্রবীণা জানান, সালটা ১৯৫১, তখন তিনি সদ্য স্নাতক পাশ করে কিরণবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন। সেই সময় এসেছিল পোলিং অফিসার হওয়ার সুযোগ। সেই সময় ২১ বছর না হলে ভোটাধিকার প্রয়োগ করা যেত না। চাকরির বয়স হলেও তখন ভোটের বয়স হয়নি। কিন্তু নির্বাচন কমিশনের আদেশ মোতাবেক পোলিং অফিসার হয়ে ভোট দিতে গিয়েছিলেন মালদার বার্লো গার্লস স্কুলে এরপর বহুবার ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন জানান তিনি। নমিতাদেবীর কথায়,' অবসরের পরে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে আর ভোট কেন্দ্রমুখী হতে পারিনি। বহু বছর পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় খুশি তাঁরা। তিনি আরও বলেন, 'ব্লক থেকে নির্বাচনী আধিকারিকরা এসেছেন। প্রয়োজনীয় কাগজপত্রের সই করিয়ে নিয়ে গেছেন। এটা ভেবে ভাল লাগছে যে আমাদের মত অসুস্থ বয়স্ক ভোটাররা ঘরে বসে ভোট দিতে পারবেন।' এবিষয়ে হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানান, 'হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতে আমরা সার্ভে করেছি। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক অসস্থ এবং ৮০ বছরের ঊর্ধ্বে বেশ কয়েকজন ভোটারদের এবার বাড়িতে বসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এলাকায় নির্বাচন গ্রহণের ৫ দিন আগে তাদের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে । টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3d82ut8
Previous article
Next article

Leave Comments
Post a Comment