আর কয়েকঘন্টার মধ্যেই ভিজবে শহর, পূর্বাভাস আলিপুরের https://ift.tt/323xVhN - MAS News bengali

আর কয়েকঘন্টার মধ্যেই ভিজবে শহর, পূর্বাভাস আলিপুরের https://ift.tt/323xVhN

এই সময় ডিজিটাল ডেস্ক: ছুটির দিনে জ্বালাপোড়া গরম থেকে স্বস্তি দিতে আসছে বৃষ্টি। রবিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, এদিনের বৃষ্টির জেরে কিছুটা হলেও কমবে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন ভোরবেলা থেকেই ঝোড়ো হাওয়ার আনাগোনা শুরু হয়েছে শহর তথা শহরতলিতে। শুধু আজ নয় আগামীকাল অর্থাৎ সোমবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। তবে তাপমাত্রা কিছুটা বাড়ার কথা ওই দিন। বুধবারও আংশিক মেঘলা থাকবে আকাশ, এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিসের মোরগ। এই সপ্তাহের বাকি দিনগুলি সর্বোচ্চ তাপমাত্রা ঘুরপাক খাবে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭-২৮ ডিগ্রির কাছাকাছি। উল্লেখ্য, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানিয়েছে আলিপুর। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক ও সর্বনিম্ন পরিমাণ ছিল ৮৫ এবং ৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাসের কথায়, ' ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।' আলিপুর আবহাওয়া দফতরের এক কর্মীর কথায়, 'এই সময়টা ঝোড়ো হাওয়ার দাপট থাকাটাই স্বাভাবিক। গরম খুব বেশি বেড়ে যাওয়ার কারণে সামুদ্রিক ঠাণ্ডা বায়ু বইতে শুরু করেছে রাজ্যজুড়ে।' প্রসঙ্গত, গত সপ্তাহের প্রথমদিকেও বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। তবে এই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার খুব বেশি তারতম্য ঘটবে না এও স্পষ্ট জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জেরে সামান্য স্বস্তি ফেরালেও অস্বস্তি বজায় থাকবে। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াবে অস্বস্তি থাকবে। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3mCUh2X
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads