home
WB Elections 2021: পুরুলিয়ায় আজ জোড়া সভা মমতার, হুইলচেয়ারে বসেই ভাষণ https://ift.tt/eA8V8J
<p style="text-align: justify;"><strong>পুরুলিয়া:</strong> নন্দীগ্রামে আহত হওয়ার পর, আজ প্রথম জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। </p> <p style="text-align: justify;">পুরুলিয়ায় আজ জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী। হুইলচেয়ারে বসেই ভাষণ দেবেন তিনি। দুপুর ১টা নাগাদ ঝালদা হাইস্কুল মাঠে প্রথম নির্বাচনী সভা। পরের সভা দুপুর ৩টে নাগাদ বলরামপুরে। </p> <p style="text-align: justify;">গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভাল ফল করে তৃণমূল। জেলার ৯টি বিধানসভার মধ্যে ৭টিই তারা দখল করে। ২টি আসন পায় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয় বিজেপিকে। </p> <p style="text-align: justify;">কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব উল্টে যায়। পুরুলিয়া লোকসভা আসনটি দখল করা ছাড়াও এই লোকসভা কেন্দ্রের অধীনে ৭টি বিধানসভাতেও তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি। </p> <p style="text-align: justify;"> </p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://ift.tt/38FahvC" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">এই পরিস্থিতিতে ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী বার্তা দেন তার দিকেই নজর রাজনৈতিক মহলের। </p> <p style="text-align: justify;">এর আগে, রবিবার হুইলচেয়ারে বসেই সাড়ে চার কিলোমিটার র‍্যালিতে অংশ নেন মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।</p> <p style="text-align: justify;">তৃণমূলনেত্রী জানালেন, আপাতত এভাবেই ভোটের প্রচার সারবেন। বললেন, হুইলচেয়ারে ভাঙা পায়ে সারা বাংলায় ঘুরে বেরাব। এবং খেলা হবে। </p> <p style="text-align: justify;">গতকাল মেয়ো রোড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের ডাক দেয় তৃণমূল। সেখানেই সামিল হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তৃণমূল নেত্রী।</p> <p style="text-align: justify;">দুপুর দেড়টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১টা ৪৫ মিনিটে পৌঁছে যান মেয়ো রোডের সভামঞ্চের কাছে। </p> <p style="text-align: justify;">দুপুর দুটো নাগাদ শুরু হয় র‍্যালি। সাড়ে চার কিলোমিটারের যাত্রাপথের বেশিরভাগ সময়েই হুইলচেয়ার ঠেললেন একজন নিরাপত্তারক্ষী।</p> <p style="text-align: justify;"> </p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://ift.tt/3vzsvZw" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p style="text-align: justify;"> </p> <p>মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে এদিন মিছিলের প্রথম সারিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, শান্তনু সেনরা। উপস্থিত ছিলেন টালিগঞ্জের কয়েকজন তারকাও।</p> <p>দলনেত্রীর এই মনের জোর দেখে, তৃণমূল সমর্থকদের মধ্যে যেন উৎসাহ ছিল কয়েকগুন বেশি। কোথাও বাজানো হল কাসর। কোথাও দেওয়া হল উলুধ্বনি।</p> <p>তিনটে ১০ নাগাদ হাজরার মঞ্চে পৌঁছয় মিছিল। এখানে র‍্যাম্প দিয়ে হুইলচেয়ারে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোলা হয় মঞ্চে। </p> <p style="text-align: justify;">হাজরা থেকে হাওড়ার ডুমুরজোলায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে জেলাসফরের উদ্দেশ্যে হেলিকপ্টারে করে যান দুর্গাপুরে। </p>
from home https://ift.tt/3czVhAe
from home https://ift.tt/3czVhAe
Previous article
Next article
Leave Comments
Post a Comment