home
WB Election 2021: কার্যত চূড়ান্ত বাম-কংগ্রেস-আইএসএফ আসন রফা https://ift.tt/eA8V8J
<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> কাটতে চলেছে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের জট। সূত্রের খবর, বাম-কংগ্রেস-আইএসএফের মধ্যে আসন রফা কার্যত চূড়ান্ত। </p> <p style="text-align: justify;">কংগ্রেস লড়তে চলেছে ৯২টি আসনে। ৩৭-৩৮টি আসনে লড়বে আইএসএফ। বাকি আসনে বামেরা লড়বে, খবর সূত্রের। বাম-কংগ্রেসের মধ্যে ৪টি আসন বিনিময় নিয়ে কথা চলছে, প্রভাব পড়বে না জোটে, দাবি নেতৃত্বের। </p> <p style="text-align: justify;">গতকালই, কংগ্রেস-আইএসএফ বরফ গলার ইঙ্গিত মিলেছিল। জোটের জট কাটার আভাস পাওয়া গিয়েছিল। ৮ মার্চ জোটের প্রার্থী তালিকা ঘোষণার কথা। তার আগেই কোন দল, ক’টি আসনে লড়বে, তা ঘোষণার উদ্যোগ নেয় সিপিএম। </p> <p style="text-align: justify;">সূত্রের খবর, বিষয়টি নিয়ে গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।</p> <p style="text-align: justify;">সূত্রের দাবি, সূর্যকান্ত অধীরকে বলেন, সমস্যা মিটে গেছে। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠক করা যেতে পারে। আপনি কলকাতায় আসুন। </p> <p style="text-align: justify;"> </p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://ift.tt/3kJPprR" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">সূত্রের দাবি, অধীর বলেন, এখন কলকাতায় যাওয়া সম্ভব হচ্ছে না। তবে আসন রফা নিয়ে কী হল, সেই তালিকা আমাদের পাঠান। অধীর এ-ও বলেন, তালিকা পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে কংগ্রেস।</p> <p style="text-align: justify;">সূত্রের দাবি, ব্রিগেডে এই ঘোষণার কথা থাকলেও, তা হয়নি। উল্টে আসন ভাগ নিয়ে কংগ্রেসকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন আইএসএফ-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি। পরে অবশ্য সুর নরম করেন তাঁরা।</p> <p style="text-align: justify;">এখনও অবধি জানা গেছে, আব্বাসের দলকে ৭টি আসন ছাড়তে রাজি হয়েছে কংগ্রেস। তবে সূত্রের দাবি, যে ৭টি আসন তারা আইএসএফ-কে ছাড়বে, সেই ঘাটতি বামেদের পুষিয়ে দিতে হবে বলে স্পষ্ট করে দিয়েছেন অধীর চৌধুরী।</p> <p style="text-align: justify;">বুধবার রাজ্য সিপিএমের শীর্ষ নেতৃত্ব ইন্ডিয়ান স্যেকুলার ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করে, জট কাটাতে উদ্যোগী হয়। সূত্রের দাবি, বামেদের তরফে আইএসএফ নেতাদের বলা হয়, বাড়তি আসনের দাবি থেকে সরে আসতে।</p> <p style="text-align: justify;">এই প্রসঙ্গে আইএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়, মালদা আর মুর্শিদাবাদে অন্তত ১টি করে আসন তাদের ছাড়া হোক। যদিও, আইএসএফ-কে মালদা-মুর্শিদাবাদে একটিও আসন ছাড়তে রাজি নন প্রদেশ কংগ্রেস সভাপতি। বলেন, আমরা জোটের মীমাংসা করে দিয়েছি, ওদের তো বলে দিয়েছি মালদা-মুর্শিদাবাদ দেব না, আলোচনা চলছে। </p> <p style="text-align: justify;">সূত্রের দাবি, হুগলির জাঙ্গিপাড়া এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় - এই দু’টো কেন্দ্রেই প্রার্থী দেবে ইন্ডিয়ান স্যেকুলার ফ্রন্ট।</p>
from home https://ift.tt/3bSLAfW
from home https://ift.tt/3bSLAfW
Previous article
Next article
Leave Comments
Post a Comment