‘হাত পা ভেঙে আমিই চিকিৎসা করাব’ পুরনো মেজাজে CPIM নেতা https://ift.tt/2OmLeGA - MAS News bengali

‘হাত পা ভেঙে আমিই চিকিৎসা করাব’ পুরনো মেজাজে CPIM নেতা https://ift.tt/2OmLeGA

এই সময় ডিজিটাল ডেস্ক: বহু বছর পর এ বার তিনি নিজের জেলায় নির্বাচনী প্রচার সারছেন। টানা জনসংযোগ চালাচ্ছেন CPIM-র একসময়কার দোর্দণ্ডপ্রতাপ নেতা সুশান্ত ঘোষ। আর এবার তাঁকে দেখা গেল পুরনো মেজাজে। ‘ঘর থেকে তুলে নিয়ে এসে হাত পা ভাঙব’, নির্বাচনী প্রচারে যোগ দিয়ে হুমকি সুশান্ত ঘোষের। ১০ বছর পর মাস তিনেক আগে জেলায় ফিরেই নিয়মিত পার্টি অফিসে বসছেন। বেশ কয়েক বছর পর তাঁকে পেয়ে ভিড়ও করছেন এলাকার মানুষ। বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে প্রচারে বেরিয়ে দীর্ঘদিন পর হুঙ্কার শোনা গেল সুশান্ত ঘোষের গলায়। মাঝে কয়েকটা বছর শুধু আদালতে ছোটাছোটি করতে করতেই ক্লান্ত হয়ে পড়তেন তিনি। এবার পুরো মেজাজে সুশান্ত। ইতিমধ্যেই ভোট প্রচারে নেমে পড়ছে তৃণমূল-বাম-BJP সব পক্ষই। প্রার্থী ঘোষণা না হলেও গ্রামে গ্রামে চলছে প্রচার। বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকায় সুশান্ত ঘোষের নামও শোনা যাচ্ছে। তারপর আরও জোর কদমে শুরু করেছেন জনসংযোগ। একদা মাওবাদী অধ্যুষিত শালবনির ভালুকশোল গ্রামে প্রচারে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এলাকাবাসীর সাথে কথা বলার সময় তাঁর হুঙ্কার, ‘মাওবাদীর জানে, তৃনমূলের বাপ ঠাকুরদা জানে, BJP-র বাপ ঠাকুরদাও জানে সুশান্ত ঘোষ কে! এত দিন থাকতে পারিনি, যাঁর ক্ষমতা হবে হাত দেওয়ার, তাঁকে তুলে এনে হাত পা ভেঙে আমিই চিকিৎসা করাব।’ বামেদের যুক্তি, লোকসভা ভোটে প্রচারে বেরিয়ে এক বাম কর্মীকে সমস্যায় পড়তে হয়েছিল। ভয় দেখানো থেকে মারধর কিছুই বাদ যায়নি। সে কথা জানার পরেই সুশান্ত ঘোষ এ কথা বলেছিলেন। সাহস জোগানোর চেষ্টা করা হয়েছে। জেলা জুড়ে এখনও কান পাতলে শোনা যায়, বাম আমলে এই সুশান্ত ঘোষের দাপটে বাঘে গোরুতে এক ঘাটে জল খেত। বেনাচাপড়া কঙ্কাল-কাণ্ডে তাঁর নাম জড়ায়। এলাকা ছাড়া হয়েছেন। আদালতে সে মামলা এখনও চলছে। অনেক বাধা পেরিয়েই সবে জেলায় ফিরেছেন। ফেরার দিনই হাজার হাজার মানুষ লাল ঝান্ডা হাতে হাজির হয়েছিলেন সুশান্তকে স্বাগত জানাতে। তারপর থেকে দলের কর্মসূচির বাইরেও বিভিন্ন এলাকায় যাচ্ছেন পুরনো কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে। শালবনি, গড়বেতার বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন। অনেকে বলছেন, এটা সুশান্ত ঘোষের ব্যক্তি ইমেজ। আবার কেউ বলছেন, ঘুরে দাঁড়াচ্ছে CPIM। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3e4Ftbi
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads