আজ শুরু বয়স্কদের টিকাকরণ https://ift.tt/2OaMU5X - MAS News bengali

আজ শুরু বয়স্কদের টিকাকরণ https://ift.tt/2OaMU5X

এই সময়: কো-উইন অ্যাপ সাধারণের জন্য খুলে যাচ্ছে আজ, সোমবার দুপুর ১২টা থেকে। সেই সঙ্গেই রাজ্যে শুরু হয়ে যাচ্ছে ষাটোর্ধ্ব ও কো-মর্বিডিটির শিকার ৪৫-৫৯ বছর বয়সি ব্যক্তিদের করোনার টিকাকরণের প্রক্রিয়া। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই তৃতীয় পর্যায়ের নিয়ে আপাতত কয়েক দিন 'ধীরে চলো' নীতি নেওয়া হবে মূলত ভোটকর্মীদের টিকাকরণ দ্রুত শেষ করার লক্ষ্যে। তাই আজ কলকাতার ১৫টি সরকারি ও ১০টি বেসরকারি হাসপাতাল থেকে বয়স্ক ও কো-মর্বিডদের জন্য মিলবে টিকা। সরকারি টিকাকেন্দ্রে বিনামূল্যে ও বেসরকারি টিকাকেন্দ্রে কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া দর অনুযায়ী ২৫০ টাকায় মিলবে করোনার টিকা। এবং কো-উইনে নাম নথিভুক্তিকরণের সময়ে পছন্দের দিনক্ষণ এবং ব্র্যান্ড (কোভিশিল্ড অথবা কোভ্যাক্সিন) বেছে নেওয়ার বিকল্প থাকবে। তবে সিংহভাগ বেসরকারি টিকাকেন্দ্রেই ওয়াক-ইন অন-সাইট রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে না। করোনা পরিস্থিতির গুরুত্ব বিচার করে রবিবার ছুটির দিনেও ২৫টি সরকারি-বেসরকারি হাসপাতালের কর্তাদের সঙ্গে টিকাকরণ নিয়ে অনলাইনে বৈঠক করেন স্বাস্থ্যভবনের কর্তারা। ঠিক হয়, রবিবার মধ্যরাতের পর নয়, সোমবার দুপুরের পর থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হবে কো-উইন। বেসরকারি টিকাকেন্দ্রগুলির জন্য আজ দুপুর তিনটের মধ্যে যাঁরা আধার কার্ড ও অন্যান্য বিবরণ-সহ কো-উইনে নাম নথিভুক্ত করবেন, তাঁর কাল, মঙ্গলবারই টিকা পেয়ে যাবেন। যেহেতুল অন-সাইট বুকিং নয়, আগাম বুকিংয়ের ভিত্তিতেই বেসরকারি টিকাকেন্দ্রগুলি ভ্যাকসিন দেবে কলকাতায়, তাই বাস্তবে তারা আজকের বদলে কাল, মঙ্গলবার থেকেই টিকা দেওয়ার কাজ শুরু করবে। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, আপাতত কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন সরবরাহ করলেও কয়েক দিন পর থেকে বেসরকারি টিকাকেন্দ্রগুলি নিজেরাই সরাসরি প্রস্তুতকারক সংস্থার থেকে ভ্যাকসিন কিনে নিতে পারবে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2PlE1Hf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads