Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3q4pmNk
চালু কারখানায় দুঃসাহসিক ডাকাতি, জখম নিরাপত্তাকর্মী https://ift.tt/3q7PIxQ
এই সময়, : রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকে একটি বেসরকারি ইস্পাত কারখানায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। শনিবার মধ্যরাতে ৩০ জনের একটি ডাকাতদল কারখানার পাঁচিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এক নিরাপত্তারক্ষীকে বেদম মারধর করে দুষ্কৃতীরা। আরেক নিরাপত্তারক্ষীর গলায় ধারালো অস্ত্র ধরে নিয়ে যাওয়া হয় কারখানার মেকানিক্যাল বিভাগে। সেখানে গোডাউনের তালা ভেঙে তামার যন্ত্রাংশ সমেত বহু দামী সামগ্রী লুট করে পালায় ডাকাতরা। লুটপাটের খবর পেয়ে কারখানার বাকি নিরাপত্তারক্ষীরা ডাকাতদলটিকে তাড়া করে। কিন্তু কাউকে ধরা যায়নি। তবে সামান্য কিছু সামগ্রী উদ্ধার করা গিয়েছে। রবিবার সকালে কোক-ওভেন থানার পুলিশ কারখানায় এসে প্রাথমিক তদন্ত করে। কিন্তু এখনও পর্যন্ত ডাকাতদলের কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। কোক-ওভেন থানার এক আধিকারিক বলেন, 'ডাকাতদলের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।' রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকের বন্ধ কারখানায় দুষ্কৃতী হানার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু একটা চালু কারখানার পাঁচিল ভেঙে ডাকাটির ঘটনা প্রায় নজিরবিহীন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এক মাস আগে একবার চোরেরা পাঁচিল ভেঙে চুরির চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তারক্ষীরা প্রতিরোধ করায় সেই সময় খালি হাতে ফিরতে হয়েছিল চোরেদের। কারখানার জেনারেল ম্যানেজার মোহন পট্টনায়ক বলেন, 'শনিবার রাত প্রায় তিনটের সময় ডাকাতরা ভিতরে ঢুকে পড়ে। সংখ্যায় ওরা ছিল ৩০ জন। মেকানিক্যাল বিভাগের গোডাউনের তালা ভেঙে প্রচুর দামী যান্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এক নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়েছে। কত টাকার সামগ্রী লুট হয়েছে তা এখনও হিসেব করা হয়নি। পুলিশ তদন্ত করে গিয়েছে।' শনিবার রাত তখন প্রায় তিনটে। ডাকাতরা আচমকা পাঁচিল ডিঙিয়ে কারখানার ভিতরে ঢুকে প্রথমেই এক নিরাপত্তারক্ষীকে মারধর করে কাবু করে ফেলে। তখনই কর্মরত এক নিরাপত্তারক্ষী প্রতিরোধ করলে তাঁর গলায় ধারালো অস্ত্র ধরে ডাকাতরা। এরপর কার্যত বিনা বাধায় গোডাউন থেকে দামী যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যায় ডাকাতরা। পালানোর সময় অন্য নিরাপত্তারক্ষীরা তাদের তাড়া করলে কিছু যন্ত্রাংশ ফেলে দিয়ে যায় ডাকাতরা। সেগুলো উদ্ধার করে নিয়ে আনা হয়। কারখানার নিরাপত্তা আধিকারিক কুদরত আনসারি বলেন, 'ডাকাতরা নিঃশব্দে হানা দিয়েছিল। আমরা প্রথমে টের পাইনি। ওরা যখন পালিয়ে যাচ্ছিল তখন আহত নিরাপত্তারক্ষী চিৎকার করেন। আমরা ডাকাতদের ধাওয়া করি। এর আগে এত বড় ডাকাতির ঘটনা এখানে হয়নি।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3q4pmNk
Previous article
Next article

Leave Comments
Post a Comment