International News in Bengali
World News Headlines in Bangla
আন্তর্জাতিক News
from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/37UeBrs
ফ্রান্সের লিয়নে গির্জার বাইরে যাজককে গুলি, হামলাকারীর খোঁজে পুলিশ https://ift.tt/2TLbhq4
এই সময় ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের লিয়ন শহরে শনিবার হামলার শিকার হলেন গ্রিক গোঁড়া যাজক। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন হাসপাতালে। ফরাসি পুলিশ আক্রান্ত যাজকের নাম গোপন রেখেছে। শনিবার বিকেলে গির্জার বাইরে দাঁড়িয়েছিলেন ওই যাজক। সেসময় অতর্কিতে তাঁর উপর হামলা হয়। এক বন্দুকবাজ যাজককে লক্ষ্য করে গুলি করে, দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। হামলাকারী ওই বন্দুকবাজের খোঁজে অভিযানে নেমেছে ফরাসি পুলিশ। কিন্তু, শনিবার রাত পর্যন্ত সে পুলিশের অধরাই। ফরাসি পুলিশ এই খবরের সত্যতা স্বীকার করেছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার বিকেল ৪টে নাগাদ গির্জার গেট বন্ধ করছিলেন ওই যাজক। সেসময় তাঁকে খুব কাছ থেকে পরপর দুটো গুলি করা হয়। আর এক সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, শিকারের রাইফেল দিয়ে যাজককে গুলি করা হয়েছে। দু'টি গুলিই তাঁর পেটে লেগেছে। লোকাল হাসপাতালে তিনি চিকিত্সাধীন রয়েছেন। এই হামলার বিশদ এখনও জানা যায়নি। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রকের ট্যুইট থেকে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হামলাকারীর খোঁজে শহরের সর্বত্র তল্লাশি চালাচ্ছ পুলিশ। ফ্রান্সে বিগত কয়েক সপ্তাহে একাধিক হামলার ঘটনা ঘটেছে। লিয়ন শহরে হামলা সর্বশেষ সংযোজন। বৃহস্পতিবারই ফ্রান্সের নিস শহরের এক গির্জায় দুই মহিলা-সহ তিন জনকে ধারলো অস্ত্রে হত্যা করা হয়। তদন্তে এ পর্যন্ত যা জানা গিয়েছে, হামলাকারী কয়েক দিন আগেই এসেছিল তিউনিসিয়া থেকে। অভিযুক্ত বছর একুশের ওই যুবকের কাছ থেকে ইতালির রেড ক্রসের কাগজ পেয়েছে পুলিশ। গত মাসে এক অভিবাসীবাহী নৌকায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে আসার পরে, ওই কাগজটি তাকে দেওয়া হয়েছিল। পুলিশের গুলিতে জখম ওই যুবক এখন হাসপাতালে। নিস শহরের নটরড্যাম গির্জার ভিতরে বৃহস্পতিবার সকালে তিন জনের ওপর হামলা চালানো হয়েছিল। দু'জন গির্জার ভেতরেই মারা যান। ৬০ বছর বয়সি এক মহিলার শিরশ্ছেদ করা হয়েছিল। ৫৫ বছর বয়সি আর এক ব্যক্তির গলা কাটা হয়। ৪৪ বছর বয়সি ছুরিবিদ্ধ আর এক মহিলা পাশের একটি ক্যাফেতে পালাতে সক্ষম হয়েছিলেন। পরে তিনিও মারা যান। আরও পড়ুন: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ নিস শহরের এই ঘটনাকে 'ইসলামপন্থী সন্ত্রাসবাদী হামলা'হিসেবে উল্লেখ করেন। নিস হামলার সন্দেহভাজনের কাছে একটি কোরান, দু'টি ফোন এবং একটি ১২ ইঞ্চি ছুরি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সে দেশের প্রধান সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর জ্যঁ-ফ্রাসোয়া রিকার্ড। হামলাকারীর নাম ব্রাহিম আউইসাউই। আরও পড়ুন: নিস শহরের এই ঘটনার পরেই প্রেসিডেন্টের নির্দেশে গির্জা এবং স্কুলের মতো জনসমাগম স্থানগুলোতে সেনার সংখ্যা কয়েক গুণ বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে ফ্রান্সে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। নিস শহরের এই হামলার সঙ্গে অক্টোবরের শুরুতে প্যারিসের উত্তর-পশ্চিমে এক স্কুলের সামনে আরও একটি হামলার মিল রয়েছে। প্রকাশ্য রাস্তায় স্যামুয়েল প্যাতি নামে এক শিক্ষকের শিরশ্ছেদ করা হয়েছিল। তাঁর অপরাধ, কয়েক জন ছাত্রকে তিনি নবী মহম্মদের বিতর্কিত কার্টুন দেখিয়েছিলেন। শিক্ষকের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয়। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ কার্টুন প্রকাশের অধিকার রক্ষায় কট্টরবাদী ইসলামের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা জারি করেন। তুরস্ক সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ফরাসি প্রেসিডেন্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তবে, ম্যাক্রঁ নিজের অবস্থানে থেকে কড়া ভাবে জানান, 'যদি আমাদের ফের আক্রমণ করা হয়, তবে সেটা হবে আমাদের স্বাধীনতার মূল্যবোধের ওপর হামলা। আমাদের মাটিতে মুক্ত ভাবে চলার ওপর হামলা। ফ্রান্স কোনও ভাবে সন্ত্রাসবাদের সামনে মাথানত করবে না।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/37UeBrs
Previous article
Next article

Leave Comments
Post a Comment