Birthday 31 March: মার্চের শেষ দিনে কি আপনার জন্ম? জেনে নিন কেমন কাটবে এক বছর https://ift.tt/3fpM7tn - MAS News bengali

Birthday 31 March: মার্চের শেষ দিনে কি আপনার জন্ম? জেনে নিন কেমন কাটবে এক বছর https://ift.tt/3fpM7tn

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: ৩১ মার্চ লোকসভার প্রাক্তন স্পিকার ও কংগ্রেস নেত্রী মীরা কুমারের জন্মদিন। মীরা কুমারের সঙ্গে এদিন আরও যাদের জন্মদিন, তাঁদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জেনে নিন ৩১ মার্চের যারা জাতক, আগামী এক বছর তাঁদের কেমন কাটবে। আপনি ৩১ মার্চের জাতক হলে বলা যেতে পারে যে আগামী এক বছর আপনার জন্য সৌভাগ্যপূর্ণ হবে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে দীর্ঘদিনের অনেক পরিকল্পনা বাস্তবায়িত হবে। ঘনিষ্ঠ বন্ধুদের থেকে নানা ভাবে উপকৃত হবেন আপনি। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত, জুন মাস তাঁদের জন্য বিশেষ ভাবে উল্লেখযোগ্য। নতুন নতুন আইডিয়া এই সময় মাথায় আসবে। সমাজে আপনার মান সম্মান বাড়বে। জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে বাইরে কোথাও বেড়াতে যাওয়ার যোগ আছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আপনার কর্মদক্ষতার জন্য সবার কাছে প্রশংসিত হবেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে জীবনযাত্রার মান অনেকটাই বাড়বে ৩১ মার্চের জাতকদের। ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনার শত্রু১রা পরাজিত হবে। আরও সাফল্যের জন্য প্রতিদিন স্নানের পর সূর্যকে অর্ঘ্য দিন। হনুমান চলিশা পাঠ করলেও তা আপনার জন্য শুভ ফলদায়ক হবে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাঁরা কিছু সমস্যার মধ্যে পড়বেন। তবে আপনার কর্মদক্ষতার জোরে সেই সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। আপনার বিরুদ্ধে করা সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে। ৩১ মার্চ জন্ম হলে সংখ্যাতত্ত্ব অনুসারে আপনার ভাগ্যসংখ্যা হল ৪। রাহুর প্রভাব আপনার ওপর রয়েছে। সেই কারণে এদিন যাদের জন্ম, তাঁরা কিছুটা রহস্যময় প্রকৃতির হন। সহজে অন্যের মন জয় করার ক্ষমতা থাকে এদের। তবে কিছুটা লাজুক প্রকৃতির। অচেনা কারোর সঙ্গে সহজ হতে কিছুটা সময় নেন এরা। এরা সত্যি কথা বলতে ভালোবাসেন এবং শান্তিপ্রিয় হন। অন্যের সমস্যা সমাধানের জন্য এরা চেষ্টা করেন তবে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতেই এরা পছন্দ করেন। ৩১ মার্চ যাদের জন্ম, তাঁদের জন্য় শুভ দিন হল রবিবার, সোমবার, বুধবার ও শনিবার। তাঁদের শুভ সংখ্যা হল ৪, ৫, ৬ ও ৮। শুভ রং হল নীল, খাকি, বাদামি ও ধূসর। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3sD9SlB
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads