ফের অগ্নিকাণ্ড শহরে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসে আগুন https://ift.tt/3sF6Pci - MAS News bengali

ফের অগ্নিকাণ্ড শহরে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসে আগুন https://ift.tt/3sF6Pci

এই সময় ডিজিটাল ডেস্ক: ফিরল নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের স্মৃতি। বুধবার সকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। এদিন সকাল ৮টা নাগাদ আগুন লাগে স্ট্র্যান্ড রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হেডঅফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। বহুতল বিল্ডিংয়ের চারতলায় মূলত আগুন লাগে বলে খবর। অফিস পাড়া এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে পাশের বহুতল থেকে ইট ছুড়ে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করেন স্থানীয়রা।পরে হাইড্রোলিক ল্যাডার এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকল। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাইমারি ফায়ার নিভিয়ে দেওয়া সম্ভব হলেও, পকেট ফায়ারের অস্তিত্বের খোঁজে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে দমকল কর্মীরা। কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় সাত সকালে ঢেকে যায় এলাকা। বহুতলটি থেকে ব্যাঙ্কের কর্মীদের নিরাপদে সরিয়ে আনা হয়। ভিতরে কেউ আটকে নেই বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছন ডিজি ফায়ার জাভেদ শামিম। এখনও দগদগে নিউ কয়লাঘাট ভবনের বিধ্বংসী আগুনের স্মৃতি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলকাতার অফিস পাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের দূরত্ব মাত্র ৫০০ মিটার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় একটি ক্যান্টিনও চলে। দাহ্য বস্তু-সহ গ্যাস সিলিন্ডার থাকায় আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গঙ্গার হাওয়ার জেরেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3udwXf1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads