এক চার্জে দৌড়বে 482 কিমি! এটি বিশ্বের দ্রুততম তিন চাকার ইলেকট্রিক গাড়ি, দাম কত? https://ift.tt/3m7KSjQ - MAS News bengali

এক চার্জে দৌড়বে 482 কিমি! এটি বিশ্বের দ্রুততম তিন চাকার ইলেকট্রিক গাড়ি, দাম কত? https://ift.tt/3m7KSjQ

এই সময় ডিজিটাল ডেস্ক: যাঁরা বলেন তিন চাকার গাড়ি কখনও নজর কাড়তে পারবে না তাঁরা কখনও ডাইমাক স্পিরিটাসের ইলেকট্রিক গাড়ি দেখেননি। যদিও এখনও প্রোটোটাইপ পর্যায়ে এই গাড়ি থাকলেও নতুন এই গাড়ির লুক দেখে অনেকের চোখ কপালে উঠেছে। তিন চাকার দুনিয়ায় এখনও কোন ভালো গাড়ি নেই, তাই বাজারে এলে কোন এখনই কোন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে না এই গাড়িকে। ডাইমাক একটি কানাডার ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি। সম্প্রতি স্পিরিটাসের প্রি-বুকিং শুরু করেছে কোম্পানিটি। কোম্পানির দাবি এটাই বিশ্বের দ্রুততম তিন চাকার টু সিটার ইলেকট্রিক গাড়ি। যেহেতু এই সেগমেন্টে খুব বেশি গাড়ি নেই তাই কোম্পানির দাবি সত্যি হতেও পারে। স্পিরিটাসে থাকবে একটি 80 kWh ব্যাটারি। এর ফলে 197 bhp শক্তি পাওয়া যাবে। কোম্পানির দাবি এক চার্জে 482 km চলবে স্পিরিটাস। এছাড়াও তুলনামূলক কম দামে এই গাড়ির একটি ভেরিয়েন্ট লঞ্চ হবে। সেই ভেরিয়েন্টে থাকবে একটি 36kWh ব্যাটারি, মিলবে 100 bhp শক্তি। এই ভেরিয়েন্ট এক চার্জে 300 km চলবে বলে দাবি করেছে কানাডার কোম্পানিটি। যদিও এই দুই ভেরিয়েন্টের মধ্যে দামের বিপুল পার্থক্য থাকছে। একদিনে যখন ডিলাক্স ভেরিয়েন্টের দাম 19,995 ডলার তখনই আলটিমেট মডেলের দাম 149,995 ডলার। আলটিমেট ভেরিয়েন্টে 0-100 km/h গতি তুলতে সময় লাগবে মাত্র 1.8 সেকেন্ড। যা বিশ্ব বাজারের বেশিরভাগ ইলেকট্রিক গাড়ির থেকে ডাইমাক স্পিরিটাসকে এগিয়ে রাখবে। অন্যদিকে ডিলাক্স ভেরিয়েন্টে 0-100 km/h গতি তুলতে সময় লাগবে 6.9 সেকেন্ড। তবে গতির সঙ্গেই যদি আপনার প্রাধান্য হয় স্টাইল তাহলেও আপনাকে হতাশ করবে না এই গাড়ি। বেশি দামের ভেরিয়েন্টে থাকছে কার্বন ফাইবার বডি, ওয়্যারলেস চার্জিং, অটোনোমাস ড্রাইভিং, অটোমেটিক ডোর ওপেনিং। ইতিমধ্যেই এই গাড়ির প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। টরেন্টোতে এই গাড়ি উৎপাদন হবে। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে ২৩ জুলাইয়ের আগে প্রি-বুকিংয়ে থাকছে বিশেষ ছাড়। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3m7AnNn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads