Live Update: শহর ছেয়ে লাল পতাকায়, সভা শুরুর আগেই ভরল ব্রিগেড https://ift.tt/3q1QUTs - MAS News bengali

Live Update: শহর ছেয়ে লাল পতাকায়, সভা শুরুর আগেই ভরল ব্রিগেড https://ift.tt/3q1QUTs

এই সময় ডিজিটাল ডেস্ক: ২১-এর ব্রিগেড ত্রিফলা ( )। নির্বাচনের আগে বাম-কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য রবিবাসরীয় ব্রিগেড সমাবেশ অনেকটা লিটমাস টেস্টের মতো। বুদ্ধবার্তা সঙ্গে নিয়েই ময়দানে নামছে বামফ্রন্ট। অন্যদিকে, যৌথ ব্রিগেডে এই প্রথম বক্তব্য রাখবেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। চোখ রয়েছে পীরজাদা আব্বাস সিদ্দিকির দিকেও। একদিকে, টুম্পা, ফ্ল্যাশ মবের মতো অভিনব প্রচার আর অন্যদিকে, শিক্ষা-কর্মসংস্থানের দাবি এদিনের ব্রিগেডকে অন্য মাত্রা দেবে বলেই আশাবাদী নেতৃত্ব। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে ইতিমধ্যেই কর্মী-সমর্থকদের জন্য বার্তা দিয়েছেন প্রাক্তন মখ্যমন্ত্রী। রবিবারের সমাবেশে বক্তার সংখ্যা ১০। জানা গিয়েছে, এদিন বামফ্রন্টের পক্ষ থেকে বক্তব্য রাখবেন CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, CPI-এর সাধারণ সম্পাদক ডি রাজা, CPIM-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। শরিক দলগুলির পক্ষ থেকে বক্তব্য রাখতে পারেন দেবব্রত বিশ্বাস, নরেন চট্টোপাধ্যায়রা। তারুণ্যের উপর ভরসা রাখলেও কোনও ছাত্র-যুব নেতার নাম অবশ্য বক্তার তালিকায় নেই। এদিকে, কংগ্রেসের পক্ষ থেকে থাকছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিনের ব্রিগেডে স্টার বক্তা হিসেবে অবশ্যই এগিয়ে রয়েছেন আব্বাস সিদ্দিকি। অন্যদিকে, কথা দিলেও ব্রিগেডে উপস্থিতির সম্ভাবনা কম তেজস্বী যাদবের। কলকাতায় এলেও কর্মী সম্মেলন নিয়েও ব্যস্ত থাকার কথা লালুপুত্রের। > কলকাতা শহরের একাধিক রুট ধরে ব্রিগেমুখী বাম-কংগ্রেস, ISF কর্মী সমর্থকরা। > সভা শুরুর আগেই ভরল ব্রিগেডের মাঠ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2PlIMR5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads