home
হাতে ‘কাস্তে-হাতুড়ি’, ব্রিগেডের পথে শ্রীলেখা মিত্র https://ift.tt/eA8V8J
<p><strong>কলকাতা</strong><strong>:</strong> টলিউডে এখন রাজনৈতিক হাওয়া। কেউ নাম লেখাচ্ছেন সবুজ মঞ্চে তো কেউ যাচ্ছেন গেরুয়া শিবিরে। এমন সময়ে তিনি যে ‘দিন হোক বা সাল’ লাল শিবিরেরই সেই বার্তা দিলেন শ্রীলেখা মিত্র।</p> <p>ব্রিগেডের পথ ধরার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্রিগেডের পথ ধরার জন্য নখে বিশেষ নেল পেন্টিংও করেছেন তিনি। সেখানে কাস্তে-হাতুড়ি এঁকে লাল-শিবিরের প্রতি তাঁর আনুগত্য বুঝিয়েছেন শ্রীলেখা। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে হাতে লাল-ঝান্ডা ধরে রেখেছেন তিনি।</p> <p><br /><img src="https://ift.tt/3r3R4ef" /></p> <p>কিছুদিন আগেই তৃণমূল যোগ করার জন্য অভিনেত্রী সায়নী ঘোষকে প্রকাশ্যে নিশানা করেছিলেন শ্রীলেখা।</p>
from home https://ift.tt/3dQo5XG
from home https://ift.tt/3dQo5XG
Previous article
Next article
Leave Comments
Post a Comment