খড়্গপুরে ডাম্পারের ধাক্কায় মৃত ২, ক্ষিপ্ত জনতা আগুন দিল ডাম্পারে https://ift.tt/3akvICr - MAS News bengali

খড়্গপুরে ডাম্পারের ধাক্কায় মৃত ২, ক্ষিপ্ত জনতা আগুন দিল ডাম্পারে https://ift.tt/3akvICr

এই সময় ডিজিটাল ডেস্ক: ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল খড়্গপুর গ্রামীণ এলাকার হরিয়াতারা এলাকায়। রবিবার রাতে ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দিল মোরাম বোঝাই ডাম্পারটিতে। পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম খেতে হলো পুলিশকেও। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম, ভবসিন্ধু মাহাতো ও লক্ষ্মীকান্ত মাহাতো। তাঁদের বাড়ি ওই এলাকাতেই। জানা গিয়েছে, রবিবার রাতে নামে দুই যুবক বাইকে করে বাজার থেকে বাড়ি ফেরার সময় তাঁদের পেছন থেকে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এরপরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় মোরাম বোঝাই ডাম্পারটিতে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেআইনিভাবে রমরমিয়ে চলছে মোরাম খাদান। সেই খাদান থেকে ওভারলোডেড ডাম্পারের ধাক্কায় সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তবে তাতে হুঁশ ফেরেনি পুলিশ প্রশাসনের। ভবসিন্ধুর দাদা মনোজ মাহাতো বলেন, সবজি নিয়ে ভাই বাড়ি ফিরছিল। মোরাম বোঝাই ডাম্পার মেরে দিয়েছে ওকে। তাঁর অভিযোগ, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, পুলিশ গ্রাহ্য়ই করেনি। । স্থানীয় বাসিন্দা অমিত মাহাতো বলেন, এখানকার খাদান বন্ধ করতে হবে। পুরো বেআইনিভাবে ওইসব খাদান চলছে। মাঝে মধ্য়েই এরকম ঘটনা ঘটছে। পশ্চিম মেদিনীপুর জুড়েই রয়েছে বালি ও মোরাম খাদান। কংসাবতী, শিলাবতী এবং সুবর্ণরেখার আশপাশে এই সব খাদান থেকে বেআইনি ভাবে বালি ও মোরাম পাচারের অভিযোগ দীর্ঘ দিনের। কোটি কোটি টাকার বেআইনি কারবার চলে বলে অভিযোগ। বিপুল রাজস্বের লোকসান হয়। নিয়ম হল, খাদান থেকে বালি বা মোরাম তোলার জন্য ভূমি ও ভূমি সংস্কার দফতরের থেকে অনুমতি নিতে হয়। স্থানীয়দের অভিযোগ, একটি লরির অনুমতি নিয়ে তোলা হয় ১০-১২টি লরি মোরাম। বর্তমানে পুলিশ-প্রশাসন কিছুটা তৎপর হয়েছে, বেআইনি কারবার বন্ধে। তবে তা এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। গত বছরই বালির গাড়ি ধরতে গিয়ে জনতার আক্রমণের মুখে ভূমি পড়েছিল ভূমি দফতরের আধিকারিকরা। আধিকারিকদের ঘিরে ধরে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। ইটের আঘাতে জখম হন এক আধিকারিকও। খড়্গপুরের সাহাচক এলাকার সেই স্মৃতি এখনও দগদগে, তার মধ্য়েই আবার এই ঘটনা দুটি তাজা প্রাণ কেড়ে নিল ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3pBTLmI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads