Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/36vRd1P
মায়ানমারে সামরিক অভ্যুত্থান, আটক সুকি https://ift.tt/2NTbHLD
এই সময় ডিজিটাল ডেস্ক: মায়নামারে হুলস্থুল কাণ্ড। নির্বাচিত সরকারকে ফেলে দেশের দখল নিল সেনা। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (NLD) নেত্রী আং সান সুকিকে ( ) আটক করল সেনাবাহিনী। আজ ভোরে বাড়ি থেকে সুকিকে আটক করা হয়েছে। সুকির পাশাপাশি শাসকদলের আরও বেশ কয়েকজন নেতাকে সেনা আটক করেছে বলে জানা যাচ্ছে। সূত্র মারফৎ খবর, এক বছরের জন্য সে দেশে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় সুকির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি। কিন্তু, ভোটে কারচুপির অভিযোগ তুলে সোচ্চার হয় সেনাবাহিনী। এ নিয়ে শাসকদল বনাম সেনা দ্বন্দ্ব বাধে। এরপরই সে দেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছিল। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হল । জানা যাচ্ছে, রাজধানী নে পি দ্য সহ দেশের বিভিন্ন শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী। টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী জানা গিয়েছে, ইয়ংগং শহরে সিটি হলের বাইরে সেনা মোতায়েন করা হয়েছে। MRTV-র পক্ষ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের জন্য তারা সম্প্রচার করতে পারছে না। NLD-এর মুখপাত্র জানিয়েছেন, সুকি, প্রেসিডেন্ট উইন মায়েন্ট ও অন্যান্য় নেতাদের ভোরে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, 'জনগণের কাছে আর্জি জানাচ্ছি, এই ঘটনায় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আইন মেনে চলুন'। উল্লেখ্য, নোবলজয়ী ৭৫ বছর বয়সী সুকি বিপুল ভোটে জিতে ২০১৫ সালে ক্ষমতায় আসেন। গতবছর নির্বাচনে মায়ানমার সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ৪৭৬টি আসনের মধ্যে ৩৯৬টি আসনই দখল করে শাসকদল। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/36vRd1P
Previous article
Next article
Leave Comments
Post a Comment