Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3apwduM
কনকনে ঠান্ডার কাঁপুনি, কলকাতায় আরও নামল পারদ https://ift.tt/2NKKcDO
এই সময় ডিজিটাল ডেস্ক: মাঘের শীতে কাঁপছে বাংলা। কনকনে ঠান্ডার কাঁপুনি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বহাল। রবিবারের থেকে আজ আরও পারদ নামল কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সপ্তাহের শুরুতে শহরে পারদ নামল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। উল্লেখ্য, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে এমনই দাপট দেখাবে শীত। গত কয়েকদিন আগে ঘন কুয়াশার জেরে তাপমাত্রার পারদ খানিকটা বেড়েছিল। তবে, জাঁকিয়ে শীতের খামখেয়ালিপনা বহাল ছিল। কিন্তু, ফেব্রুয়ারির শুরুতেই ফের ঝোড়ো ইনিংস খেলতে একেবারে স্বমহিমায় শীত। এদিন কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতাংশ। একনজরে দেখে নেওয়া যাক এদিন কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা? আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে পারদ নেমেছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ৮.৬ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা নেমেছে ৯.১ ডিগ্রিতে,বহরমপুরে পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ৮.৮ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ১২ ডিগ্রি, কাঁথির পারদ নেমেছে ৭ ডিগ্রিতে, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৫.১ ডিগ্রি, দার্জিলিং কাঁপছে ২.৪ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ১১.৪ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১২.৬ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ১১.৩ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ১২.৯ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ৭.৭ ডিগ্রি, কালিম্পঙে ৬ ডিগ্রি, কৃষ্ণনগরের ১২.৪ ডিগ্রি, মালদায় ৮.২ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ১১.৫ ডিগ্রিতে, পানাগড়ে ৬.২ ডিগ্রি, পুরুলিয়ায় ৬.৭ ডিগ্রি, সল্টলেকে ১১.৩ ডিগ্রি, শিলিগুড়ি ৭.৫, শ্রীনিকেতনে ৭.২ ডিগ্রি। উল্লেখ্য, নতুন বছরের শুরুতে ঠান্ডা দাপট দেখালেও, কয়েকদিন বাদেই তা ফিকে হয়ে যায়। এমনকী, জানুয়ারির মাঝ সপ্তাহে একেবারে উবে গিয়েছিল শীতের আমেজ। এরপর,খানিকটা কামব্যাকের চেষ্টা করলেও আবহাওয়ার খামখেয়ালিপনায় হাড়কাঁপানো ঠান্ডার আমেজ ব্রাত্যই থেকে গিয়েছে শীতপ্রেমীদের কাছে। ফলে শেষবেলায় যেভাবে দাপট দেখাচ্ছে ঠান্ডা, তাতে স্বস্তিতে শীতপ্রেমীরা। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3apwduM
Previous article
Next article
Leave Comments
Post a Comment