৫ বছর ধরে থমকে নিউ মার্কেট ‘বিগ বেন’-এর কাঁটা https://ift.tt/3r0KSDp - MAS News bengali

৫ বছর ধরে থমকে নিউ মার্কেট ‘বিগ বেন’-এর কাঁটা https://ift.tt/3r0KSDp

তুহিনা মণ্ডল, এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ বলিরেখা আর অযন্ত নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে শহরের সুপ্রাচীন ‘বিগ বেন’। নিউ মার্কেট থমকে রয়েছে ১টা ১৫ মিনিটেই। তাও পাঁচ বছর ধরে। ৪০ লাখের চাহিদায় ক্ষত সারছে না এই হেরিটেজ গম্বুজের। হগ মার্কেটের সার্ধশতবর্ষ পূর্তির আগে ‘বিগ বেন’-এর সময়ের চাকা কি ঘুরবে? স্পষ্ট উত্তর দিতে পারছে না কলকাতা পুরসভা। ১৯০৯ সাল, সদ্য তৈরি হয়েছে নিউ মার্কেট। সেই সময়ই লন্ডনের ‘বিগ বেন’-এর আদলে মার্কেট চত্বরে বসানো হয়েছিল একটি ঘড়ি। ব্রিটেনের ‘জিলেট অ্যান্ড জনস্টন’-এর ঘড়িটি আনা হয়েছিল সাহেবদের বিশেষ হুকুমে। রাস্তা থেকে ৫০ ফুট উঁচু গম্বুজে বসে কলকাতার প্রথম ‘বিগ বেন’। এরপর দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় ধরে কলকাতার প্রাণকেন্দ্রকে সময়ের হিসেব মেলাতে সাহায্য করেছে এই ঘড়ি। বিপত্তি ঘটে ২০১৫ সালে। বয়সের ভারে দীর্ঘদিন ধরেই ধুঁকছিল কলকাতার বড় ঘড়ি। হঠাৎ থেমে যায় তার কাঁটা। সেই সময় পুরসভা আশ্বাস দিয়েছিল, ঘড়িটি শীঘ্রই সংস্কার করা হবে। ঐতিহ্যকে সচল রাখার প্রতিশ্রুতিও মিলেছিল। কিন্তু, কোথায় কী! কিন্তু, পাঁচ বছর কেটে গেলেও এই ঘড়িটিকে সচল করাতে পারেনি কলকাতা পুরসভা। টেন্ডার, ফাইল, কোটেশেনের মতো জটিল শব্দের জটে কেটেছে সময়। শুধু কলকাতার প্রবীণ বিগ বেনের সময় সেই থমকেই রয়েছে। ১৫০ বছর পূ্র্তি উপলক্ষে হগ মার্কেট সংস্কারে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। বাজার চত্বর সংস্কারের জন্য ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হয়েছে কর্তৃপক্ষ। তবে ঘড়ি সচল করা নিয়ে কারও কোনও হেলদোলই নেই। কেন অবহেলায় পড়ে শহরের এই সংখ্যালঘু ঐতিহ্য? এই প্রসঙ্গে হগ মার্কেটের সুপারিনটেনডেন্ট শুভঙ্কর কয়াল জানান, ঘড়িটির রক্ষণাবেক্ষণকারী প্রয়াত হওয়ার পরে তা সংস্কারের জন্য দক্ষ লোক মেলেনি। কলকাতা পুরসভার বাজার বিভাগের ভারপ্রাপ্ত প্রশাসক মণ্ডলীর সদস্য আমিরুদ্দিন ববি অবশ্য জানান, বিকল ঘড়ি সংস্কারের জন্য ইতিমধ্যে দু’বার টেন্ডার ডাকা হয়েছিল। তাতে অংশ নেয় একটিমাত্র সংস্থা। ফলে নিয়ম অনুযায়ী পুরো প্রক্রিয়া বাতিল করে দিতে হয়। তাঁর কথায়, ‘যে সংস্থাটি অংশ নিয়েছিল তারা ৪০ লাখ টাকা দাবি করে।’ ওই অঙ্কের টাকা খরচ করে এরকম আরও একটি ঘড়ি বসানো সম্ভব বলে জানান তিনি। তবে বিষয়টি নিয়ে পুর প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন। ফলে অপেক্ষা ছাড়া গতি নেই। আশঙ্কা একটাই, তা যেন অন্তহীন না হয়ে যায়। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3pt0Be1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads