Redmi ইউজারদের ব্যাপক সুবিধা! MIUI 12 আপডেট জনপ্রিয় এই দুই স্মার্টফোনে https://ift.tt/3afdXEw - MAS News bengali

Redmi ইউজারদের ব্যাপক সুবিধা! MIUI 12 আপডেট জনপ্রিয় এই দুই স্মার্টফোনে https://ift.tt/3afdXEw

এই সময় ডিজিটাল ডেস্ক: পেতে শুরু করে দিয়েছে Xiaomi-র দুটি স্মার্টফোন: Redmi 8 এবং Redmi 8A। আর এই আপডেট পেয়ে গেলেই এই দুই রেডমি স্মার্টফোন ইউজারেরা একাধিক সুবিধা উপভোগ করতে পারবেন। এদের মধ্যে Redmi 8-এর আপডেট ভার্সনের নাম MIUI V12.0.1.0.QCNINXM। অন্য দিকে আবার Redmi 8A ফোনটি MIUI V12.0.1.0.QCPINXM আপডেট ভার্সন পাচ্ছে। লেটেস্ট এই সফ্টওয়্যার আপডেটে Xiaomi, বিশেষ করে Redmi Mobile-এর ইন্টারফেস লেভেলে বেশ কিছু বদল এনেছে। তবে মনে রাখতে হবে, এই আপডেটের ফলে Redmi 8 এবং Redmi 8A ফোনের অপারেটিং সিস্টেমের ভার্সনে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আগের মতোই এই দুই ফোন Android 10 অপারেটিং সিস্টেমেই কাজ করবে। ইতিমধ্যেই Xiaomi রেডমির এই দুই স্মার্টফোনের জন্য MIUI 12 Update রোলআউটও করা শুরু করে দিয়েছে। বেশ কিছু ইউজার রয়েছেন যাঁরা Redmi 8 এবং Redmi 8A স্মার্টফোনে MIUI 12 Update-এর নোটিফিকেশন আসতে না আসতেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। জেনে রাখা ভালো, এই আপডেট কেবল মাত্র ভারতীয় ইউজারদের জন্যই। এখন প্রশ্ন হচ্ছে, এই MIUI 12 আপডেটের ফলে দুই Redmi স্মার্টফোনে ঠিক কী কী পরিবর্তন দেখা যেতে পারে? লেটেস্ট জানুয়ারি 2021 অ্যান্ড্রয়েড সিকিওরিটি প্যাচের সঙ্গেই Redmi 8 এবং Redmi 8A স্মার্টফোনের জন্য MIUI 12 আপডেট আসতে শুরু করেছে। এই নতুন আপডেটের ফলে মডেল দুটির ডার্ক মোড এবং ল্যান্ডস্কেপ ভিউ-তে কন্ট্রোল স্টোরেজ লে আউটেও বিশেষ কিছু বদল হতে চলেছে। পাশাপাশিই আবার এই আপডেট হাজির হয়েছে অ্যানিমেশন এফেক্টসের সঙ্গে। এছাড়াও এই সব রেডমি স্মার্টফোন ব্যবহারকারীরা স্টোরেজ এবং নোটিফিকেশন শেডেও বিশেষ কিছু পরিবর্তন দেখতে পারবেন। Redmi 8 যে আপডেট পাচ্ছে, তার ফাইল সাইজ় 2.1GB এবং Redmi 8A যে আপডেট পাচ্ছে তার ফাইল সাইজ় 1.8GB। জেনে রাখা ভালো যে, এই আপডেট কেবলই Android 10-এর উপরে নির্ভরশীল। এখন আপনারাও যদি Redmi 8 এবং Redmi 8A স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে আপনাদের স্মার্টফোনে ইতিমধ্যেই নোটিফিকেশন চলে আসার কথা। তবে জেনে রাখা ভালো, আপাতত এই আপডেট স্টেবল স্টেজেই করা হয়েছে এবং কিছু নির্দিষ্ট ইউজারের জন্যই এই MIUI 12 Update রোলআউট করেছে Xiaomi। অন্যান্য সব ইউজারদের জন্য খুব শীঘ্রই ওভার দ্য এয়ার এই আপডেট জারি করা হবে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2MAJJn2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads