'সব গোপন কথা ফাঁস করে দেব', কৃষক নেতাদের হুঁশিয়ারি দীপ সিধুর https://ift.tt/36mP20s - MAS News bengali

'সব গোপন কথা ফাঁস করে দেব', কৃষক নেতাদের হুঁশিয়ারি দীপ সিধুর https://ift.tt/36mP20s

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ঘিরে অশান্তির ঘটনা ও লালকেল্লায় তাণ্ডবলীলার নেপথ্যে যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই () এবার কৃষক নেতাদের রীতিমতো হুঁশিয়ারি দিলেন। তিনি যদি কৃষক নেতাদের মারাত্মক সব গোপন কথা ফাঁস করেন, তাহলে তাঁরা নিজেদেরকে কোথায় লুকোবেন, তা জানেন না, এমন হুঁশিয়ারির সুরই শোনা গিয়েছে অভিনেতা দীপ সিধুর গলায়। ফেসবুক লাইভে ওই পঞ্জাবি যুবক দাবি করেছেন, ২৬ জানুয়ারি দিল্লি সীমানা থেকে সকলে নিজেদের সিদ্ধান্তেই লালকেল্লার দিকে এগিয়েছিলেন। এদিকে, লালকেল্লায় ঢুকে তাণ্ডব ও ধর্মীয় পতাকা লাগানোর অভিযোগে দীপকে 'BJP ও RSS'-এর লোক বলে আক্রমণ করেছেন কৃষক নেতারা। এর পালটা দীপের দাবি, 'BJP ও RSS-এর লোকেরা 'নিশান সাহিব' ও কৃষকদের পতাকা লালকেল্লায় টাঙাবে? এটা অন্তত ভেবে দেখুন'। তাঁর আরও দাবি, লালকেল্লার ফটক ভাঙার পরই তিনি সেখানে পৌঁছেছিলেন। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় ঢুকে ধর্মীয় পতাকা লাগানোর ঘটনায় অভিযোগ উঠেছে পঞ্জাবি যুবক দীপ সিধুর বিরুদ্ধে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে BJP প্রার্থী তথা অভিনেতা সানি দেওলের প্রচারে দেখা গিয়েছিল দীপ সিধুকে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হিংসার ঘটনায় পরিকল্পিত ষড়যন্ত্রের ফসল। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক দাবি করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা PDP প্রধান মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। কৃষি আইনের প্রতিবাদে বিক্ষুব্ধ কৃষকদের সম্মানহানি করতেই চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন মেহবুবা। এই প্রসঙ্গে মেহবুবা বলেছেন, 'প্রজাতন্ত্র দিবসে যা ঘটল, যা আমরা টিভিতে দেখেছি, অভিযুক্ত ব্যক্তি BJP-র লোক। ওই ব্যক্তিকে লোকসভা নির্বাচনে সানি দেওলের হয়ে BJP-র প্রচারে দেখা গিয়েছিল। আমার মনে হয়, কৃষকদের অপমান করতে চক্রান্ত করা হয়েছে'। প্রসঙ্গত, ট্র্যাক্টর র‍্যালি ঘিরে প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। পুলিশ-কৃষক সংঘর্ষে ধুন্ধুমার কাণ্ড ঘটে। দিল্লির সিংঘু সীমানায় পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ উঠেছিল বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে। পরিস্থিতি আয়ত্তে আনতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। পাশাপাশি কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। মধ্য দিল্লির ITO-তে পুলিশের বাস ভাঙচুরেরও অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। বিক্ষোভের সময় ট্র্যাক্টর উলটে এক কৃষকের মৃত্যু হয়। যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশি ব্যারিকেড ভেঙে লালকেল্লার একটা অংশ দখল করেন কৃষকরা। লালকেল্লার মাথায় উঠে নিজেদের পতাকাও টাঙিয়ে দেন। লালকেল্লায় আন্দোলনকারীরা যেভাবে নিজেদের পতাকা টাঙান, তা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। এ ঘটনায় অস্বস্তিতে পড়েছেন কৃষক নেতাদের একাংশ। দিল্লিতে হিংসার ঘটনায় কড়া পদক্ষেপের নিয়েছে পুলিশ। ২৫টি FIR-এ থাকা কৃষক নেতাদের বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি করতে চলেছে দিল্লি পুলিশ। সংবাদসংস্থা সূত্রে খবর, ওই কৃষক নেতাদের পাসপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হবে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/36mE0bE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads