Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3sZbPcm
করোনার সুরক্ষাবিধিতেই জব্দ হবে ভাইরাল জ্বরও https://ift.tt/3onzAY4
এই সময় ডিজিটাল ডেস্ক: কখনো বাড়ছে তাপমাত্রার পারদ, আবার কখনো কমছে। এই পরিস্থিতিতে করোনার পাশাপাশি বাড়ছে ভাইরাল জ্বরের প্রকোপ। জ্বর, নাক দিয়ে জল পড়া, গা ম্যাজ ম্যাজ করা, সামান্য জ্বর-এই লক্ষণগুলি ঘুম কেড়েছে সাধারণ মানুষের। কিন্তু, এই উপসর্গগুলি থাকলেই করোনা নয়, জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিগত বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল শহর কলকাতার তাপমাত্রা। কিন্তু সোমবার সকাল থেকেই আচমকাই বদলেছে আবহাওয়া। তাপমাত্রা এক ধাক্কায় বেড়েছে অনেকটা। আর এই ঋতু পরিবর্তনের সময় ভাইরাল জ্বরে ভুগতে পারেন সাধারণ মানুষ, আশঙ্কা বিশিষ্ট মহলের। SSKM-এর সুপার রঘুনাথ মিশ্র জানান, কোভিডের সময় থেকেই হাসপাতালের ফিভার ক্লিনিকে প্রতিদিন গড়ে ১০০ জন রোগী থাকে। সোমবার সেখানে রোগীর সংখ্যা ছিল ১১৬ জন। ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন ছিল ৪২ জন রোগী। শুধু SSKM নয়, শহরের অন্যান্য হাসপাতালগুলির ফিভার ক্লিনিকেও বাড়ছে রোগীর সংখ্যা। এই ঋতু পরিবর্তনের সময় কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন সাধারন মানুষ? এই প্রসঙ্গে চিকিৎসকরা জানাচ্ছেন, যে অস্ত্রে বধ হচ্ছে করোনা, সেই একই অস্ত্রে থেকে পাওয়া যাবে মুক্তি। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অংশুমান মিত্র জানান, ঋতু পরিবর্তনের এই বিষয়টিকে চিকিৎসার ভাষায় 'থার্মাল শক' বলা হয়। এই সময় জ্বর, সর্দি, কাশি-তে ভুগতে পারেন সাধারণ মানুষ। করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য সাধারণ মানুষ যে ব্যবস্থাগুলি নিয়ে থাকেন, সেগুলির মানলেই সুস্থ থাকা সম্ভব বলে জানান তিনি। এই বিষয়ে চিকিৎসক অংশুমান রায় জানান, করোনার হাত থেকে সুরক্ষিত থাকার জন্য সাধারণ মানুষকে গরম জলের ভাপ নেওয়া, গারগেল করা উচিত। এই নিয়মগুলি যদি পালন করা যায় সেক্ষেত্রে ভাইরাল জ্বর এড়ানো সম্ভব। পাশাপাশি ভিটামিন সি-এর জন্য দিনে একটি কাঁচা আমলকি চিবিয়ে খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। এদিকে জ্বর হলেই চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। কোনটা করোনা এবং কোনটা ভাইরাল জ্বর, তা কীভাবে বোঝা সম্ভব? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে চিকিৎসক মানব কুমার গুহ জানান, প্রথম এক-দু'দিন পার্থক্য করার বিশেষ উপায় থাকে না। তবে করোনার ক্ষেত্রে দু'দিন পরেই স্বাদ, গন্ধ চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে। একইসঙ্গে, তিনি জানান, মাস্ক পরা থেকে শুরু করে যাবতীয় করোনাবিধি মানলে ভাইরাল জ্বর এড়ানো সম্ভব। এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3sZbPcm
Previous article
Next article
Leave Comments
Post a Comment