রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ https://ift.tt/2YoBE7P - MAS News bengali

রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ https://ift.tt/2YoBE7P

এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার পারদ নামল আরও কিছুটা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন কলকাতা-সহ আশপাশের এলাকা। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর না থাকলেও আগামী কয়েকদিন বঙ্গে বজায় থাকবে ঠান্ডার আমেজ। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বুধবার রাতে তা আরও কমে দাঁড়িয়েছিল ২৩.২ ডিগ্রিতে। এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৯৪%। গোটা জানুয়ারি মাস জুড়েই চলেছে শীতের খামখেয়ালিপনা। তবে বছরের প্রথম মাসের শেষ দিনটায় রেকর্ড হারে তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বিশেষজ্ঞ সুজিব কর টুইটে জানিয়েছেন, ‘আগামী ৩০ জানুয়ারি থেকে রেকর্ড হারে পারদ পতনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে।’ তিনি আরও জানিয়েছেন, হাওয়ার গতিপথ বদলে যাওয়ায় এই মুহুর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। তবে ৪৮ ঘণ্টা পর্যন্ত সকালের দিকটা কুয়াশাচ্ছন্নই থাকবে। আকাশে মেঘেরও দেখা মিলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। জেলায় আরও বেশ কিছুদিন শীতের দাপটে কাবু হবে মানুষ। একের পর এক নিম্নচাপ থাকা সত্ত্বেও উত্তুরে হাওয়ায় শীতের আমেজ এখনও বজায় রয়েছে সেখানে। এদিকে, শহর কলকাতায় তাপমাত্রার ওঠানামা ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি ডেকে আনছে। ভ্যাকসিন বেরোলেও এখনও সাধারণ মানুষের মধ্যে করোনার আতঙ্ক রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অন্যান্য রোগের উপসর্গও আতঙ্কিত করে তুলছে শহরবাসীকে। কলকাতার পাশাপাশি, বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে দিল্লি-সহ পার্শ্ববর্তী এলাকা। মৌসম ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার পালম এবং সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৭.৬ এবং ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত গবেষণা জানাচ্ছে, ফের রেকর্ড হারে দূষিত হচ্ছে রাজধানীর বাতাস। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3t20dFC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads