ক্ষতের মলম খুঁজে দেবেন অমিত? https://ift.tt/2NMQ1AP - MAS News bengali

ক্ষতের মলম খুঁজে দেবেন অমিত? https://ift.tt/2NMQ1AP

এই সময়: ভোটের অঙ্কে বিঁধে আছে জোড়া কাঁটা। তাতে ক্ষত কতটা হলো, দু'দিনের বঙ্গ-সফরে এলে তারই তল খুঁজবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগরিকত্ব আইন এখনও বলবৎ না-হওয়া নিয়ে মতুয়াদের ক্ষোভ যদি প্রথম কাঁটা হয়, দ্বিতীয়টি অবশ্যই বিরোধীদের দেওয়া 'বাঙালি-বিরোধী' তকমা ঝেড়ে ফেলতে না পারা। রাজ্য বিজেপি নেতাদের আশা, এ বার শাহ নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা দেখিয়ে যাবেন। আজ, শুক্রবার রাতেই কলকাতায় আসছেন অমিত। শনিবার সকালে মায়াপুরে ইসকন মন্দির ঘুরে বিকেল যাবেন মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরের জনসভায়। বিজেপি সূত্রের খবর, নাগরিকত্ব আইন কবে থেকে কার্যকর হবে, সভায় তা নিয়ে স্পষ্ট বার্তা দিতে পারেন অমিত। নাগরিকত্ব আইন নিয়ে ইতিমধ্যেই দলের ভিতরে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শেষ পর্যন্ত দুই শীর্ষ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় তাঁকে 'শান্ত' করেন। কিন্তু বাংলার বিজেপি নেতারা বলছেন, সে প্রলেপ ছিল সাময়িক। এই জনসভায় যদি শাহ নাগরিকত্ব নিয়ে কিছু ইতিবাচক কথা না বলেন, তা হলে বিধানসভা ভোটের আগে মতুয়ারা হাতের বাইরে চলে যেতে পারেন।তবে শান্তনু আশাবাদী - 'মতুয়া সমাজ ওঁর অপেক্ষায় আছে। উনি কী বার্তা দেন, সেটা আমরা সবাই শুনতে চাই।' তবে তৃণমূল নেতা সৌগত রায় বলছেন, মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া অমিতের দেওয়ার কিছুই নেই। তিনি বলেন, 'লোকসভা নির্বাচনের আগে বিজেপি বলেছিল মতুয়াদের নাগরিকত্ব দেবে। ক্ষমতায় এসে আইন পাশ করাল। কিন্তু অসমে অ্যাসিড টেস্ট করতে গিয়ে বুঝতে পেরেছে, বিষয়টি ব্যুমেরাং হয়ে গিয়েছে। এখন বিজেপি আর ঝুঁকি নিতে চায় না। ফলে অমিত ফের কিছু মিথ্যা কথা বলে আসবেন ঠাকুরনগরে। আমরা তো বলছি, মতুয়ারা ভারতেরই নাগরিক।' মতুয়া-কাঁটা যেমন-তেমন, বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ বেজায় চিন্তিত বাঙালি-বিরোধী তকমা নিয়ে। তাঁরা মনে করেন, এটা ঝেড়ে ফেলা কঠিন। কাজটি কঠিনতর হয়েছে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায়। তার মধ্যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বলে জেপি নাড্ডার বেফাঁস কথা যেমন রয়েছে, তেমনই হাতেগরম রয়েছে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' ধ্বনি তোলা। তা ছাড়া তৃণমূল বিভিন্ন সভা, সম্মেলন এবং সোশ্যাল মিডিয়ায় এ সব নিয়ে লাগাতার আক্রমণ শানিয়েই চলেছে। যার কোনও যুৎসই জবাব এখনও গেরুয়া শিবির থেকে আসেনি। দলের অনেক শীর্ষ নেতাই মনে করছেন, নাম-কে-ওয়াস্তে বাঙালি মণীষীদের বাড়িতে ঢুঁ মারলেই চলবে না। যেমন এই সফরেই শাহের যাওয়ার কথা বিদ্যাসাগরের বাড়িতে। সূত্রের খবর, কোনও কারণে সেখানে যেতে না-পারলে, বিকল্প হিসেবে রাখা হচ্ছে ঋষি অরবিন্দের বাড়ি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন, 'এত দিন তৃণমূল বাঙালির কথা বলতে গিয়ে হিন্দিভাষীদের বিরোধিতা করছিল। আজ আবার হিন্দিভাষীদের ডেকে হিন্দিতে বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলকে দেখে বিজেপি পথ ঠিক করবে না। আমরা আমাদের পথেই আছি।' তৃণমূল নেতা সৌগত রায়ের কটাক্ষ, 'শুনলাম এ বার বিদ্যাসগরের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন। আশা করব, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিদ্যাসাগর সম্পর্কে উনি কিছুটা পড়াশোনা করে যাবেন।' হাওড়ার উলুবেড়িয়ার ৩১ জানুয়ারি রোড শো করার কথা ছিল অমিত শাহের। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। বিজেপি সূত্রের খবর, রোড শোতে আশানুরূপ ভিড় হবে না, এই আশঙ্কায় কোনও ঝুঁকি নিতে চাননি নেতৃত্ব। দলের এক শীর্ষ নেতার কথায়, 'ওইদিন হাওড়ার ডুমুরজলায় শাহের জনসভা আছে। সেখানে রাজ্যের শাসকদলের অনেকে বিজেপিতে নাম লেখাবেন। ওই সভা সেরেই অমিতজির উলুবেড়িয়ার রোড শো'তে যাওয়ার কথা ছিল। কিন্তু একই জেলায় দু'টি কর্মসূচি হলে, যে কোনও একটি ফ্লপ করার সম্ভাবনা প্রবল।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aaNFDn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads