Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3rC5bbh
বিজেপির চাপেই এ বার মুখ্যমন্ত্রী, বললেন নীতীশ কুমার https://ift.tt/3nXsxGm
এই সময় ডিজিটাল ডেস্ক: জনতা দল ইউনাইটেড ()-এর জাতীয় সভাপতির পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন। তাঁর বিশ্বস্ত সহযোগী আরসিপি সিংয়ের হাতে দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন নীতীশ কুমার। জানালেন, বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতেও তাঁর আপত্তি নেই। নীতীশ কুমারের কথাই, বিজেপির পীড়াপীড়িতেই তিনি বিহারের মুখ্যমন্ত্রীর পদ নিতে বাধ্য হয়েছেন। তিনি নিজে এই পদ চাননি। JD(U)-এর জাতীয় নির্বাহী সভায় নিজের মুখ্যমন্ত্রী পদ নিয়ে এই মন্তব্য করতে শোনা যায় নীতীশ কুমারকে। জেডি(ইউ)-এর এই নেতা বলেন, এবার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল না। বিজেপির চাপে পড়ে এ বার মুখ্যমন্ত্রী হয়েছি। যদি এই পদ ছেড়ে দিতে হয়, তার জন্য কোনও আপশোস থাকবে না। নীতীশের কথায়, 'সত্যি বলতে কী, এ বার মুখ্যমন্ত্রী হওয়ার কোনওরকম ইচ্ছে আমার ছিল না। চাপে পড়ে বিজেপির এই প্রস্তাব আমি গ্রহণ করেছি। আমি আগেও বলেছি, অন্য কাউকে মুখ্যমন্ত্রী করতেই পারে। কারণ, জনাদেশ তিনি জানেন।' অরুণাচল প্রদেশে জেডি(ইউ)-এর ৬ বিধায়ক সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। যে কারণে বিজেপির বিরুদ্ধে ঘর ভাঙানোর অভিযোগ ওঠে। অরুণাচলের এই ঘটনার প্রভাব পড়ে বিহারেও। জেডি(ইউ)-এর অন্দরে এনডিএর বড় শরিককে নিয়ে অসন্তোষ তৈরি হয়। বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এই অসন্তোষের আবহে পার্টির প্রধানের পদ থেক তিনি আগেই সরে দাঁড়ান। এ বার, বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়া নিয়েও তিনি মুখ খোলেন। অরুণাচলে বিজেপির এই ভূমিকাকে 'মিলিজুলি ধর্মের অন্তরায়' হিসেবে মন্তব্য করেন জেডিইউয়ের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অরুণাচলপ্রদেশের ঘটনায় জেডি-ইউ শুধুমাত্র নিরাশ নয়। বিহারে নির্বাচনের সময় এলজেপির বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করেনি বিজেপি। যার ফল ভুগতে হয়েছে নীতীশ কুমারের দলকে। এলজেপি স্বাধীন ভাবে প্রার্থী দেওয়ায়, নিজে তো জেতেনি, ভোট কেটে নীতীশের দলকেও চাপে ফেলে দেয়। যার ফায়দা নিয়ে এনডিএর বড় শরিক বিজেপি ৭৪টি আসন পায়। জেডি-ইউ কমে দাঁড়ায় ৪৩ আসনে। নীতীশের দলের বিশ্লেষণ, এলজেপির জন্য তাদের ২০টি আসন হারাতে হয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী বলেন, অরুণাচলের প্রভাব বিহারে 'র উপর পড়বে না। নীতীশ কুমারের নেতৃত্বে পাঁচ বছরের মেয়াদ পূরণ করবে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3rC5bbh
Previous article
Next article
Leave Comments
Post a Comment