আশ্বিনের সকালে মুখভার আকাশের, শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরে! https://ift.tt/3hWesoO - MAS News bengali

আশ্বিনের সকালে মুখভার আকাশের, শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরে! https://ift.tt/3hWesoO

এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল থেকেই আকাশ মুখভার করে রয়েছে। শহরে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী কয়েক ঘণ্টা কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অতিভারী বৃষ্টির হাত থেকে দক্ষিণবঙ্গ রেহাই পেলেও, উত্তরবঙ্গে দুর্যোগ কাটছে না এখনই। সেখানে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাহাড়ী নদীগুলির জলস্তর বাড়ার পাশাপাশি ধসের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। আবহাওয়া দফতর জানিয়েছে, ওডিশা উপকূলের ওপর থাকা নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতিবৃষ্টির জেরে পাহাড়ে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। প্রবল বৃষ্টির জেরে সোমবার প্রায় ঘণ্টা তিনেক জলমগ্ন হয়েছিল মিরিক লেক লাগোয়া কৃষ্ণনগর বাজার। সোমবার সকালের এই ঘটনায় হতবাক পাহাড়ের অনেকেই। অতিবৃষ্টি হলেও ভূপ্রাকৃতিক কারণেই পাহাড়ে কখনও জল দাঁড়ায় না। মঙ্গলবার কার্শিয়াংয়ে অতিবৃষ্টির জেরে জিরো পয়েন্ট থেকে কার্শিয়াং বাজারে ঢোকার মুখে প্রায় হাঁটু পর্যন্ত জল জমতে দেখা যায়। রম্ভির পর থেকে তিস্তাবাজার পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কের হাল দেখে উদ্বিগ্ন অনেকেই। আরও পড়ুন: সোমবার রাত থেকে নতুন করে তিস্তা বাজার লাগোয়া ২৯ মাইল এলাকায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। লোহাপুল এলাকাও অতিবৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে। নিকাশি ব্যবস্থার বেহাল পরিস্থিতির কারণেই পাহাড়ে অতিবৃষ্টির সময়ে জল নীচে নামতে না-পারায় এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্রুত হস্তক্ষেপ করা না-হলে সামনে যে বড় দুর্ভোগ অপেক্ষা করছে সে ব্যাপারে সতর্ক করেছেন তাঁরা। কালিম্পংয়ের 'সেভ দ্য হিলস' স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার প্রফুল্ল রাও বলেন, 'নিকাশি নালা যদি ঠিকঠাক কাজ করতে না-পারে তাহলে অতিবৃষ্টির জল আটকে থাকবে। না-হলে সবকিছু ভেঙে বার হবে। এ বার পাহাড়ে সেটাই হচ্ছে।' বেহাল নিকাশির সমস্যা মেনে নিয়েছেন মিরিক পুরসভার তৃণমূল চেয়ারম্যান লাল বাহাদুর রাইও। তিনি বলেছেন, 'অল্প সময়ে অতিবৃষ্টির জেরে নিকাশি নালা উপচে জল মিরিকের কৃষ্ণনগর বাজারে ঢুকে পড়ে। প্রায় ঘণ্টা তিনেক পরে জন নেমেছে।' কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী বায়ু উত্তরবঙ্গে এখন অতি সক্রিয় হয়ে রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে সমানে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। ফলে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে এই অতিবৃষ্টি চলবে। ২৬ সেপ্টেম্বরের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। গত চব্বিশ ঘণ্টায় দার্জিলিংয়ে ১২৫ মিলিমিটার এবং কার্শিয়াংয়ে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকালে অতিবৃষ্টি হয়েছে কার্শিয়াং এবং দার্জিলিংয়ের তাকদায়। মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ৬০-৮০ মিলিমিটার বৃষ্টির জেরে হু হু করে পাহাড়ের ঢাল বেয়ে নেমছে জলস্রোত। কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, মিরিকের মতো পাহাড়ি পুর এলাকাগুলির নিকাশি বেহাল থাকায় জন্য জল জমেছে রাস্তায় ও বাড়িতে। এমনকী, দোকানেও ঢুকেছে। পাহাড়ে নিকাশি নালার মধ্যে পানীয় জলের পাইপ, টেলিফোনের তার বসানো থাকে। ফলে নিকাশি নালা ঠিকমতো কাজ করতে পারছে না বলে অনুমান বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গ্যাংটকের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, 'গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এই বছর হয়েছে। গত বছরের তুলনায় এ বার অন্তত ত্রিশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অল্পসময়ের মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়ছে।' ২৫ সেপ্টেম্বরের পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। তবে এই সময় সমুদ্র মৎসজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/360YlEc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads