প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সরিতা দেবীও করোনায় আক্রান্ত https://ift.tt/3h7C7CS - MAS News bengali

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সরিতা দেবীও করোনায় আক্রান্ত https://ift.tt/3h7C7CS

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার () এল সরিতা দেবী (L ) কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে সরিতার স্বামী থোইবা সিংয়ের শরীরেও। সোমবার এই দম্পতির করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ বলে জানা যায়। তবে, দু'জনেই উপসর্গহীন। ভারতের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ইম্ফলে রয়েছেন। তাঁদের একমাত্র পুত্র থোমথিন সিংয়ের কোভিড টেস্ট হয়েছে। তবে, তাঁর রিপোর্ট নেগেটিভ। সংবাদ সংস্থা পিটিআইকে সোমবার সন্ধ্যায় ফোনে থোইবা সিং জানান, তিনি এবং সরিতা করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিত্‍‌সার জন্য সস্ত্রীক কেয়ার সেন্টারে যাচ্ছেন। তবে, আতঙ্কিত হওয়ার মতো কোনও কারণ আছে বলে তাঁরা মনে করেছেন না। স্বামী-স্ত্রী দু'জনেই যে উপসর্গহীন, থোইবা তা-ও উল্লেখ করেন। সরিতা দেবীর স্বামীর কথায়, 'আমরা কী করে করোনা আক্রান্ত হলাম, বুঝে উঠতে পারছি না। যাবতীয় সাবধানতা আমরা অবলম্বন করেছিলাম। তবে, আশারাখি সব ঠিক হয়ে যাবে। আমরা দ্রুত সুস্থ হয়ে উঠব।' ছেলে থোমথিনের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় তাঁর স্বামী-স্ত্রী যে স্বস্তিতে রয়েছেন, এদিন তা-ও উল্লেখ করেন থোইবা। সরিতা দেবী পাঁচ বারের এশিয়ান চ্যাম্পিয়ন সোনাজয়ী বক্সার। এশিয়ান গেমস থেকে একবার ব্রোঞ্জও পেয়েছেন। তবে, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সারকে বর্তমানে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। গত মার্চে ৬০ কেজি ক্যাটেগরিতে জর্ডনের অলিম্পিক বাছাইপর্বের জন্য ট্রায়ালে হেরে যান। এর আগে ২০১৪ সালের এশিয়ান গেমসে আয়োজক কোরিয়ার পার্ক জি-না'র কাছে বিতর্কিত হারের পর ব্রোঞ্জ পদক নিতে অস্বীকার করেন। যার জন্য তাঁকে একবছর নির্বাসিত করা হয়েছিল। ৩৮ বছর বয়সি সরিতা দেবী দ্বিতীয় ভারতীয় বক্সার হিসেবে করোনায় আক্রান্ত হলেন। এর আগে এশিয়ান গেমসে সোনা জয়ী আর এর প্রাক্তন বক্সার ()-এর করোনা ধরা পড়ে। লিভার ক্যানসারে ভুগছেন ডিংকো। চিকিত্‍‌সা চলাকালীন কোভিড-১৯ থাবা বসাস। ৪১ বছরের এই বক্সারকে রেডিয়ো থেরাপির জন্য এই মাসের প্রথম দিকে উড়িয়ে আনা হয়েছিল দিল্লিতে। রাজধানীতে চিকিত্‍‌সা করিয়ে নিজের রাজ্য মণিপুরে ফিরে যাওয়ার পরেই তাঁর জন্ডিস ধরা পড়ে। সূত্রের খবর, দিল্লি তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু মণিপুরে পৌঁছে ফের টেস্ট হলে, রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। ডিংকো দিল্লিতে থাকাকালীন তাঁর নার্সেরও কোভিড ধরা পড়েছিল। টানা একমাস ধরে হাসপাতালে চিকিত্‍‌সার পর ডিংকো এখন করোনামুক্ত। আরও পড়ুন: করোনাভাইরাসের কারণে লকডাউন সর্বত্র না-ওঠায় প্রাক্তন এই বক্সারের ক্যানসারের চিকিৎসা ঠিকঠাক ভাবে হচ্ছিল না। র‍েডিয়েশন থেরাপি নির্দিষ্ট সময়ে দেওয়া সম্ভব হয়নি। লকডাউনের কারণে দিল্লি থেকে ইম্ফলে আসতে পারছিলেন না। শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুল্যান্সে করে রেডিয়ো থেরাপি দেওয়ার জন্য দিল্লি নিয়ে আসা হয় ৪১ বছর বয়সি এই বক্সারকে। আরও পড়ুন: ডিংকোর ঝুলিতে রয়েছে অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার। ১৯৯৮-এ ব্যাংকক এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিয়েছিলেন এই বক্সার। এদিকে, করোনা আক্রান্ত ছয় ভারতীয় হকি খেলোয়াড় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) সূত্রে খবর, ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং-সহ ছ’জনকে বেঙ্গালুরুর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের প্রথমে সেলফ আইসোলেশনে থাকতে বলা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি ঘটে মনপ্রীতের। গত ১০ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। আগাম সতর্ক হয়ে বাকিদের ক্ষেত্রেও আর ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁরা সুস্থ হয়ে ওঠায় স্বস্তি ফিরল ভারতীয় হকি শিবিরে। ১৯ অগস্ট থেকে বেঙ্গালুরুতে হকি দলের অনুশীলন শুরু হচ্ছে। মনপ্রীতরা ওই ক্যাম্পে যোগ দিতে পারবেন কি না, জানা যায়নি। চিকিত্‍‌সকদের পরামর্শে সম্ভবত আরও ১৪ দিন তাঁদের আইসোলেশনে কাটাতে হবে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kYewHs
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads