Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2Q3Jn6V
কোভিড নির্দেশিকা লঙ্ঘনে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে মামলা https://ift.tt/3azr8Qg

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের নির্দেশিকার তোয়াক্কা না-করে, হরিদ্বারে বিক্ষোভ প্রদর্শনের কারণে হরিশ রাওয়াতের বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করল পুলিশ। মামলা হয়েছে কংগ্রেসের তিন বিধায়কের বিরুদ্ধেও। এ ছাড়া বিক্ষোভে শামিল হওয়া আরও ১৫০ জনের বিরুদ্ধে একই কারণে মামলা রুজু করেছে উত্তরাখণ্ড পুলিশ। কোভিডের নির্দেশিকা অনুযায়ী, এই সময় জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নির্দেশ মানেননি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। হরিশ রাওয়াতের নেতৃত্বে স্বাধীনতা দিবসের দিন রুড়কির ধান্দেড়া থেকে লান্ধাউরা পর্যন্ত গোরুর গাড়ি নিয়ে বিক্ষোভ মিছিল হয়। রাজ্যের একাধিক রাস্তার জরাজীর্ণ অবস্থা। বিশেষত, উত্তরাখণ্ড থেকে দিল্লি পর্যন্ত এনএইচ-৫৮ বেহাল, খন্দপথে পরিণত হয়েছে। স্বাধীনতা দিবসের দিন ওই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্রায় ১৫০ লোকের উপর জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেন হরিশ রাওয়াত। তাঁর সঙ্গে ছিলেন ভগবানপুরের বিধায়ক মমতা রাকেশ, মাংলৌরের বিধায়ক কাজি নিজামউদ্দিন ও কলিয়র বিধায়ক ফুরকান আহমেদ। সিনিয়র পুলিশ সুপার সেনথিল অবুদাই কৃষ্ণ রাজ জানান, এ ভাবে বিক্ষোভ প্রদর্শন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী কোভিডের নিয়ম লঙ্ঘন করেছেন। সামাজিক দূরত্ব মানেননি। তাই মামলা দায়ের করতে হয়েছে। হরিশ রাওয়াত-সহ বিক্ষোভ প্রদর্শনকারী প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা (সরকারি কর্মীর মাধ্যমে পাঠনো নির্দেশ অমান্য) ও ১৫০ ধারায় (বেআইনি জমায়েত) মামলা রুজু হয়েছে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা আইনে পৃথক একটি মামলা হয়েছে। আরও পড়ুন: দেরাদুনের বিজেপি রাজ্য সভাপতি বংশীধর ভগত উতরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। বংশীধরের কথায়, 'শুধুমাত্র সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে যে ভাবে অত লোকের জীবন ঝুঁকিতে ফেলেছেন, তা মানা যায় না।' আরও পড়ুন: উত্তরাখণ্ডে সোমবার পর্যন্ত ১২ হাজার ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯২৩। সুস্থ হয়ে উঠেছেন ৮.১০০ জন। মৃত্যু হয়েছে ১৫২ জনের। এদিকে, ১৭ অগস্ট পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৭ লক্ষ ১ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ হাজার ২৮৮ জন। একদিনে ৮৮০ মৃত্যু-সহ মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫১ হাজার ৯২৫। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লক্ষ ৭৬ হাজার ২৪৮ জন। অ্যাক্টিভ আক্রান্ত ৬ লক্ষ ৭৩ হাজার ৪৩১। এ পর্যন্ত গোটা দেশে ৩ কোটি ৪১ হাজার ৪০০ জনের কোভিড টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২১ হাজার ৭৪২ জনের। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2Q3Jn6V
Previous article
Next article
Leave Comments
Post a Comment