Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/gnIxcHu
গোশালা সাফ করে শুয়ে থাকলেই ক্যান্সার উধাও! দাবি মন্ত্রীর https://ift.tt/ZR7bKl9
লখনৌ: খাটাল সাফাই করে সেখানে শুয়ে থাকলেই নাকি সেরে যাবে ক্যান্সার! গোরুর পিছনে দিনে দু’বার থাপ্পড় মারলে কমে যাবে উচ্চ-রক্তচাপ! বিজ্ঞান নয়, এমন নিদান দিয়ে বিতর্ক বাঁধিয়েছেন সঞ্জয় সিং গাঙ্গোয়ার। রবিবার পিলভিট নির্বাচনী কেন্দ্রের পাকাডিয়া নৌগাওয়ানে একটি গোশালার উদ্বোধনে গিয়েছিলেন উত্তরপ্রদেশের আখ উন্নয়ন প্রতিমন্ত্রী সঞ্জয়। আর সেখানেই বিতর্কিত একাধিক মন্তব্য করেছেন তিনি। যোগী-রাজ্যের মন্ত্রীর দাবি, ‘উচ্চ-রক্তচাপের যদি কোনও রোগী থাকেন, তাঁদের বলছি— এখানে গোরু রয়েছে। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এসে একবার করে গোরুর পিছনে চাপড় মারবেন, গো-মাতার সেবা করবেন। তা হলেই দেখবেন প্রেশার একদম কমে গিয়েছে। যদি কোনও রোগীকে এখন উচ্চ-রক্তচাপের জন্য ২০ মিলিগ্রাম ডোজ়ের ওষুধ খেতে হয়, এই ভাবে গো-সেবা করলে সেটা ১০ দিনে ১০ মিলিগ্রামে নেমে আসবে।’ গোরুর রোগ সারানোর ক্ষমতা নিয়েও নানাবিধ দাবি করেছেন সঞ্জয়। তাঁর কথায়, ‘কোনও ক্যান্সার রোগী যদি গোশালা পরিষ্কার করে সেখানে শুয়ে থাকেন, তা হলে ক্যান্সারও সেরে যাবে। ঘুঁটে পোড়ালে মশার উপদ্রব থেকে মুক্তি মেলে। অর্থাৎ, গোরু থেকে যা পাওয়া যায়, সবই কোনও না কোনও ভাবে কাজের জিনিস।’ এ দিকে, বেওয়ারিশ গোরুর উপদ্রবে বিরক্ত কৃষকরা। তাঁদের খেতের ফসল নষ্ট হচ্ছে। সেই প্রসঙ্গ তোলা হলে বিজেপির মন্ত্রীর দাবি, ‘আমরা গো-মাতাকে ঠিকমতো সেবা করছি না, তাই আমাদের এত ক্ষতি হচ্ছে।’ গো-সেবার পাশাপাশি গোশালায় এসে নিজেদের বিবাহ-বার্ষিকী এবং সন্তানের জন্মদিন পালনেও উৎসাহ জুগিয়েছেন সঞ্জয়। মুসলিমদের উদ্দেশে তাঁর বার্তা, ‘ঈদের দিন গোশালায় আসুন। খাঁটি গোরুর দুধ দিয়ে তৈরি করুন ঈদের সিমুই।’
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/gnIxcHu
Previous article
Next article
Leave Comments
Post a Comment