Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/yRIZkbB
মুম্বই মেল দুর্ঘটনার পরেই তৎপর রেল, চালু একগুচ্ছ হেল্প লাইন https://ift.tt/CEoZkJW

আবারও রেল দুর্ঘটনা এবার লাইনচ্যুত হাওড়া-মুম্বই মেল। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। খবর পাওয়ার পরেই রেলের তরফে তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকার্য। একইসঙ্গে চালু করে হয়েছে হেল্প লাইন নম্বর ও হেল্প ডেস্ক। রেল মন্ত্রকের তরফে যে হেল্প লাইন নম্বরগুলি চালু করা হয়েছে, সেগুলি হল-টাটানগর - ০৬৫৭২২৯০৩২৪চক্রধরপুর - ০৬৫৮৭২৩৮০৭২রাউরকেলা - ০৬৬১২৫০১০৭২ / ০৬৬১২৫০০২৪৪হাওড়া - ৯৪৩৩৩৫৭৯২০ / ০৩৩২৬৩৮২২১৭ঝাড়সুগুডা - ০৬৬৪৫-২৭২৫৩০সিএসএমটি স্টেশন পি অ্যান্ড টি - ০২২-২২৬৯৪০৪০দাদার - ৯১৩৬৪৫২৩৮৭কল্যাণ - ৮৩৫৬৮৪৮০৭৮থানে - ৯৩২১৩৩৬৭৪৭দক্ষিণ পূর্ব রেলের তরফে আরও বেশকিছু হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরগুলিও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এদিকে যাত্রীদের পরিবারের সাহায্যার্থে হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে জিআরপি-র তরফেও। হাওড়া, শিয়ালদা ও খড়গপুরে চালু করে হয়েছে হেল্প লাইন। রাজ্য পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে সেই সমস্ত নম্বরগুলি ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার ভোরের দিকে লাইনচ্যুত হয় হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনটি ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয় সেটি। মঙ্গলবার চক্রধরপুর রাজাখারসওয়ান এবং বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনের ১৮টি কামরা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দুর্ঘটনায় ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তবে আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করে রেলের টিম। পশাপাশি স্থানীয়রাও হাত লাগিয়েছেন উদ্ধার কার্যে। গত ২ মাসে এই নিয়ে ৩ বার দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন। দক্ষিণ পূর্ব রেলওয়ে চক্রধরপুর বিভাগের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, জোরকদমে চলছে উদ্ধার কার্য। এদিকে দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছাড়ছে। তবে বারংবার এই ধরনের দুর্ঘটনায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে ট্রেনের যাত্রী সুরক্ষা।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/yRIZkbB
Previous article
Next article
Leave Comments
Post a Comment