রেইনি সেমি ফাইনালে ঝকঝকে সূর্য, সঙ্গত রোহিতের! বড় টার্গেট দিল‌ ভারত https://ift.tt/dgvp2n8 - MAS News bengali

রেইনি সেমি ফাইনালে ঝকঝকে সূর্য, সঙ্গত রোহিতের! বড় টার্গেট দিল‌ ভারত https://ift.tt/dgvp2n8

শেষ হল ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং। নির্ধারিত ২০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে। বৃষ্টির কারণে এই ম্য়াচ শুরু হতে ঘণ্টাখানেক দেরি হয়েছিল। কিন্তু, উইকেটের আর্দ্রতা ব্রিটিশ বোলাররা সেইভাবে কাজে লাগাতে পারলেন না। সৌজন্যে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। এই ম্যাচে ৩৬ বলে হাফসেঞ্চুরি করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। শেষপর্যন্ত ৫৭ রানে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।এই ম্য়াচে ভারতের বিরুদ্ধে টস জিতে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারত এবং ইংল্যান্ড কোনও দলেরই প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী যখন রোহিত শর্মাকে প্রশ্ন করেন যে তিনি টস জিতলে কী সিদ্ধান্ত গ্রহণ করতেন, জবাবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন যে তিনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই গ্রহণ করতেন।যাইহোক এরপর শুরু হয় খেলা। এই ম্যাচে ১৯ রানের মাথায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম উইকেটের পতন হয়। রিস টপলির বলে বিরাট কোহলি বোল্ড হয়ে যান। এই টুর্নামেন্টে ওপেন করতে নেমে বিরাট এখনও পর্যন্ত জঘন্য রেকর্ড উপহার দিয়েছেন। বিরাট ৯ বলে ৯ রান করেন। এরপর আশা ছিল, ঋষভ পন্থ হয়ত বড় রান করতে পারবেন। কিন্তু, ৪০ রানের মাথায় টিম ইন্ডিয়ার দ্বিতীয় উইকেটের পতন হয়। স্যাম কারেনের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। এরপর সূর্যকুমার যাদবকে সঙ্গী করে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে শুরু করেন।আশা ছিল, রোহিত ফিরে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের হালটা ধরতে পারবেন। কিন্তু, ১২৪ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন হল। ১৬ ওভারে জোফ্রা আর্চারের বলে ক্রিস জর্ডনের হাতে ক্যাচ দিয়ে ফেরত গেলেন সূর্য। ৩৬ বলে ৪৭ রান করে তাঁকে ফিরে যেতে হল।১৮ ওভারে ১৪৬ রানের মাথায় জোড়া ধাক্কা খায় টিম ইন্ডিয়া। এই ওভারে বল করতে এসেছিলেন ক্রিস জর্ডন। ওভারের দ্বিতীয় এবং তৃতীয় ডেলিভারিতে জোড়া ছক্কা হাঁকিয়েছিলেন হার্দিক। পরের বলে ফের ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলেন হার্দিক। ১৩ বলে ২৩ রান করে তিনি ফিরে যান। এর পরের বলেই জর্ডনের বলে আউট হলেন শিবম দুবেও। তিনি গোল্ডেন ডাক হয়ে ফিরে যান।


from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/qAUDlpv

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads