ভালো শুরু করেও ছন্দপতন, কী কী কারণে হার রাজস্থানের? https://ift.tt/wCulSfe - MAS News bengali

ভালো শুরু করেও ছন্দপতন, কী কী কারণে হার রাজস্থানের? https://ift.tt/wCulSfe

১৭ তম IPL-এর শুরুতে একটা দলের উপর প্রায় সকলে বাজি ধরেছিল, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস। কারণ তারা শুরুটা করেছিল সেই গতিতে। IPL-এর শুরুতেই তারা চারটে ম্যাচ জেতে। এরপর একটা ম্যাচ হারের পর ফের তারা টানা চারটে ম্যাচ জেতে। এই আটটা ম্যাচ জেতার পরেই তারা জয়ের থেকে হারিয়ে যায়। এরপর টানা পাঁচটা ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি, এরমধ্যে একটা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। তবে তারা ৮টা ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লেঅফের দৌড়ে শুরুতেই সুবিধাজনক জায়গায় চলে গিয়েছিল। এরপর তাদের ছন্দ হারানোর পর আশা করা হয়েছিল শেষবেলায় কামব্যাক করবেন, সেটা হয়নি। রাজস্থান রয়্যালস টানা হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জেতে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা হেরে গেল। দলের বোলিং ভালো হলেও তাদের বোলিংকে ছাপিয়ে গেল সানরাইজার্স। ফলে ৩৬ রানে হেরে তারা ছিটকে গেল IPL থেকে। এই ম্যাচে রাজস্থান যেই গতিতে শুরু করেছিল তাতে মনে হয়েছিল তারা এবার ফাইনালে কলকাতার বিরুদ্ধে খেলবে। দেখে নিন কী কারণে হারতে হল রাজস্থানকে।দলের ব্যাটিং এদিন পাতে দেওয়ার মতো ছিল না। যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেলকে বাদ দিলে কেউ দাঁড়াতে পারেননি। টম ক্যাডমোর, , রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েলরা ব্যর্থ হন। অভিজ্ঞ ব্যাটার হিসেবে পরিচিত রবিচন্দ্রন অশ্বিনও ব্যর্থ হন। তাঁকে শাহবাজ আহমেদ স্পিনের জালে আটকে দিয়ে আউট করেন। গুরুত্বপূর্ণ সময়ে যেখানে পার্টনারশিপ করা দরকার সেই সময় ব্যাটাররা টিকতে পারেননি। বিশেষ করে স্পিন খেলতে পারেননি রাজস্থানের ব্যাটাররা। শাহবাজ আহমেদ নেন তিনটে উইকেট ও অভিষেক শর্মা নেন দুটি। রাজস্থানের বোলিংও ভরসাযোগ্য হয়নি। ট্রেন্ট বোল্টের বোলিং বাদ দিয়ে দলের দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল একটিও উইকেট পাননি। এটাও একটা চিন্তার কারণ ছিল তবে তিন পেসার উইকেট পান। বিশেষ করে বোল্টের উইকেটগুলো কার্যকরি বেশি ছিল কারণ তিনি টপ অর্ডারকে ভেঙেছেন। তবে সানরাইজার্সের বিরুদ্ধে রাজস্থান যেই বোলিং শুরু করেছিল তাতে একটা সময় মনে হয়েছিল ১৫০ রানে আটকে ফেলতে পারবে। কারণ সানরাইজার্স একটা সময় ৯৯ রানে ৪ উইকেট ও ১২০ রানে ৬ উইকেট হয়ে গিয়েছিল। সেখান থেকে তারা শেষ করে ১৭৫ রানে। এটা যেকোনও দলের মনোবল বাড়িয়ে দেবে। এখানেই মাঝের ওভারগুলোকে উইকেট তোলার দরকার ছিল রাজস্থানের।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/MKEBRC7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads