এক ওভারে ফের ২০ রান, ভারত জিতলেও লজ্জার মুকুট কৃষ্ণর মাথায় https://ift.tt/jc0ivaQ - MAS News bengali

এক ওভারে ফের ২০ রান, ভারত জিতলেও লজ্জার মুকুট কৃষ্ণর মাথায় https://ift.tt/jc0ivaQ

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করেছে। এই ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ৭৯ রানের দরকার ছিল। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ৬ উইকেট শিকার করেছিলেন। এছাড়া জোড়া উইকেট নেন মুকেশ কুমার। পাশাপাশি প্রথম ইনিংসের 'নায়ক' মহম্মদ সিরাজও একটি উইকেট শিকার করেন। সেইসঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণও নেন একটি উইকেট। কিন্তু, তিনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের কটাক্ষের শিকার হন।দুরমুশ হলেন মার্করামের হাতেআসলে এইডেন মার্করাম দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে কেপটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেন। তিনি নিজের শতরানের দৌলতে দক্ষিণ আফ্রিকার ইনিংসে পরাজয় কোনওক্রমে আটকান এবং দক্ষিণ আফ্রিকা ৭৮ রান পর্যন্ত লিড নিতে পারে। ইতিমধ্যে মার্করাম প্রসিদ্ধ কৃষ্ণকে টার্গেট করেন এবং দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই ২০ রান তুলে নেন। এরপর সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণকে নিয়ে যথেষ্ট হাসাহাসি শুরু হয়ে যায়। এমনকী, ভারতীয় ক্রিকেট সমর্থকেরা তাঁকে দিন্দা অ্যাকাডেমির নয়া সদস্য বলে মজাও করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় প্রসিদ্ধকে নিয়ে মিমের বন্যা বইতে শুরু করে।কেরিয়ারের প্রথম ২ টেস্টেই হতাশ করলেন প্রসিদ্ধকেপটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে ২৭ রান দিয়ে আসেন। তাঁর ইকোনমি রেট ৬-এরও বেশি। যদিও তিনি কাগিসো রাবাডার উইকেটটা শিকার করেছেন, কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি রান দিয়ে ফেলার কারণে তাঁকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। প্রথম ইনিংসে তিনি চার ওভার বল করলেও একটাও উইকেট শিকার করতে পারেননি। এছাড়া সেঞ্চুরিয়ন টেস্টেও তাঁর ইকোনমি রেট প্রায় পাঁচের কাছাকাছি ছিল। তিনি ২০ ওভারে ৯৩ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। টেস্ট কেরিয়ারের প্রথম দুটো ম্যাচেই তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলেন না।প্রসিদ্ধ কৃষ্ণর কেরিয়ার রেকর্ডপ্রসিদ্ধ কৃষ্ণর কেরিয়ার নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে প্রথম টি-২০ সিরিজেও তাঁর ইকোনমি রেট যথেষ্ট প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছিল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেছেন। কিন্তু, তাঁর ইকোনমি রেট ১১-র উপরে রয়েছে। তবে একদিনের ক্রিকেটে তাঁর রেকর্ড অবশ্য যথেষ্টই ভালো। ৫০ ওভারের ফরম্যাটে তিনি ১৭ ম্যাচে ২৯ উইকেট শিকার করেছেন। একদিনের ক্রিকেটে তাঁর ইকোনমি রেট ৫.৬। পাশাপাশি টেস্ট ক্রিকেটে ২ ম্যাচ খেলার পরই কৃষ্ণ ৪.৬ ইকোনমি রেটে রান দিয়েছেন।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights - Ei Samay https://ift.tt/moifwU0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads