Bangla News
Bengali Breaking News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/Dxf2d1O
IND vs AUS Final Ticket: কলকাতা ময়দানে ছোলা-মটর বিক্রি, ভক্তকে ফাইনালের টিকিট দিলেন হেড স্যার দ্রাবিড় https://ift.tt/nPNdeoG

অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহারণ। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। যা দেখতে ইতিমধ্য়েই এদেশের একাধিক রাজ্য তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন 'প্রাচ্যের ম্যানচেস্টার'-এ। রবিবারের হাইভোল্টেজ ম্যাচে মাঠে থাকবেন কলকাতার এক ছোলা-মটর বিক্রেতা। যাকে টিকিট দিয়েছেন রোহিত-বিরাটদের হেড স্যার রাহুল দ্রাবিড়। কলকাতার ওই ছোলা-মটর বিক্রেতার নাম মনোজ জয়সোয়াল। দীর্ঘদিন ধরেই রাহুল দ্রাবিড়ের ভক্ত তিনি। রেখেছেন তিনি। যা জানার পর বিশ্বকাপের মাঝেই তাঁকে ফাইনালের টিকিট পাঠিয়ে দেন টিম ইন্ডিয়ার হেড কোচ। সংবাদ মাধ্য়মকে মনোজ জানিয়েছেন, '১৯৯৭ থেকে দ্রাবিড়ের খেলা দেখছি। ওর ব্যাটিংয়ের মুগ্ধ ছিলাম। ধীরে ধীরে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেললেন দ্রাবিড়। আর আমিও ওর ছবি আর খবরের কাটিং সংগ্রহ করতে শুরু করলাম।' মনোজের দাবি, বর্তমানে ছ'ট্রাঙ্ক ভর্তি দ্রাবিড়ের ছবি ও নিউজ কাটিং রয়েছে তাঁর। ২০০১-র ঐতিহাসিক ইডেন টেস্টে দ্রাবিড়ের সঙ্গে পরিচয় হয় মনোজের। এর পর থেকেই 'দ্য় ওয়াল'-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এই ভক্তের। 'এবারের বিশ্বকাপ দ্রাবিড়ের জন্য জিতুক টিম ইন্ডিয়া। তাঁর অবদান ভারতীয় ক্রিকেট কোনও দিনই ভুলতে পারবে না। নিঃশব্দে জুনিয়ার টিম নিয়ে কাজ করেছেন। একাধিক নতুন খেলোয়াড় তৈরি করেছেন। কিছু লোক ওকে ভিতু কোচ বলে ব্যঙ্গ করেছে। কিন্তু তাকিয়ে দেখুন, তাঁর আমলেই কেমন ভয় ডর হীন ক্রিকেট খেলছেন বিরাট-রোহিত-সামি-শুভমানরা।' সংবাদমাধ্যমকে বলেন মনোজ। পাশাপাশি, মানুষ রাহুল দ্রাবিড়ের ভূয়সী প্রশংসা করেছেন কলকাতার ময়দান চত্বরের এই ছোলা-মটর বিক্রেতা। মনোজের কথায়, অতো বড় মাপের একজন ব্যক্তি যে নিরহংকারী হতে পারেন, তা না দেখতে বিশ্বাসই করা যায় না। কলকাতার এই ভক্তকে কোনও দিনই ভোলেননি তিনি। পাঠিয়ে দিয়েছেন বিশ্বকাপ ফাইনালের টিকিট। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় মাঠে এবার রাখা হয়েছে বিশ্বকাপ ফাইনালের ম্যাচ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা এক লাখ ৩০ হাজার। রবিবার পুরো মাঠ ভর্তি থাকবে বলেই অনুমান ক্রিকেট প্রশাসনের কর্তা-ব্যক্তিদের। ফাইনাল উপল্যক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম। এদিন ম্যাচ দেখতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রীও।
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/Dxf2d1O
Leave Comments
Post a Comment