ভ্যানিশ তান্ত্রিক? পুলিশ তারাপীঠ, বিহারেও https://ift.tt/d1qhfzJ - MAS News bengali

ভ্যানিশ তান্ত্রিক? পুলিশ তারাপীঠ, বিহারেও https://ift.tt/d1qhfzJ

এই সময়: রহস্য বাড়িয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে, কোথায় 'ভ্যানিশ' হয়ে গেলেন সেই তান্ত্রিক? আদৌ কি তাঁর অস্তিত্ব রয়েছে? তিলজলা কাণ্ডে এই 'অদৃশ্য' তান্ত্রিকেই এসে ধাক্কা খাচ্ছে পুলিশের যাবতীয় প্রচেষ্টা। মঙ্গলবার দিনভর তল্লাশি চালানোর পরেও তদন্তের নিটফল তাই শূন্য-ই। আর দিনের শেষে এই ব্যর্থতা থেকেই পুলিশ কর্তাদেরও মনেও দেখা দিয়েছে বড়সড় প্রশ্ন, এই ঘটনার পিছনে কোনও তান্ত্রিক সত্যিই কি রয়েছে? নিমতলা ঘাট, শহরের উত্তর, দক্ষিণ এমনকী তারাপীঠ এবং পাশের রাজ্য বিহারে লোক পাঠিয়ে সম্ভাব্য সব ডেরায় হানাদারির পরেও ঘটনার মূল অভিযুক্ত সেই তান্ত্রিকের হদিশ পাওয়া যায়নি। তিলজলায় বছর সাতেকের নাবালিকা খুনের রহস্য উন্মোচনে নর্থ পোর্ট, সেন্ট্রাল সহ শহরের বিভিন্ন শ্মশান ঘাটেও 'রহস্যময়' তান্ত্রিকের সন্ধানে সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত তল্লাশি চালান লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন তান্ত্রিককে লালবাজারে ডেকে পাঠানো হয়। তবে তাতেও কোনও লাভ হয়নি। কলকাতা পুলিশের অপরাধ দমন বিভাগের এক শীর্ষ আধিকারিকের কথায়,'আমি নিজে ব্যক্তিগতভাবে অভিযুক্তের এই তান্ত্রিক তত্বে বিশ্বাস রাখতে পারছি না। আমার অনুমান, নিজের অপরাধকে লঘু করা এবং তদন্তকারীদের নজর ঘোরানোর জন্য অভিযুক্ত এই গল্প খাড়া করতে পারে।'রবিবার সন্ধ্যায় তিলজলার এক বহুতলের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর আটেকের নাবালিকার দেহ। ঘটনার পরেই ফ্ল্যাটের বাসিন্দা অলোক কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথম পর্বের জেরাতেই পুলিশের কাছে অপরাধ কবুল করে অভিযুক্ত অলোক জানিয়ে দেয়, নিজের সন্তান লাভের জন্য এক তান্ত্রিকের পরামর্শেই ওই নাবালিকাকে খুন করেছে সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পরে মোবাইল ফোনে অভিযুক্ত অলোক কারও সঙ্গে কথাও বলে ছিল। তার ঘর থেকে একটি মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে। অপরাধের ঠিক আগে কার সঙ্গে সে কথা বলে ছিল, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, অপরাধের কিনারা করার জন্য গোয়েন্দারা ওই নম্বরে একাধিকবার কল করলে দেখা যায়, ফোন নম্বরটির কোনও অস্তিত্বই নেই। সেই থেকে সন্দেহ আরও বেড়ে যায়। অভিযুক্ত তান্ত্রিকের খোঁজ না পেলেও সেই বিষয়ে জানার জন্য অভিযুক্তের স্ত্রীর সঙ্গেও কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা। কোনও তান্ত্রিককে সে চিনত কি না, এবার সেই প্রশ্ন করা হবে তাঁকে। বর্তমানে অভিযুক্তের সন্তানসম্ভবা স্ত্রী উত্তর শহরতলিতে বাপের বাড়িতে রয়েছে। পুলিশ সূত্রের খবর, তিলজলা কাণ্ডে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে নিহত নাবালিকার উপরে যৌন নির্যাতন এবং শারীরিক নিগ্রহের প্রমাণ মিলেছে। গোয়েন্দাদের অনুমান, নেশার ঘোরে নাবালিকার উপরে যৌন নির্যাতন এবং পরে তথ্য প্রমাণ লোপাটের জন্য তাঁকে খুন করতে পারে অলোক। সেই অপরাধকে আড়াল করতেই তান্ত্রিকের গল্প বানানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। পাশাপাশি অপরাধের সময়ে দ্বিতীয় কোনও ব্যক্তিরও অলোকের ফ্ল্যাটে হাজির ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/PpW2oMs
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads