Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/wHgqlkh
৫ লাখ বেতনের চাকরির সুযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে! https://ift.tt/RHoYAtk
আপনি কি চাকরি খুঁজছেন (Job Vacancy)? কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রিন্ট, টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ায়? তাহলে আপনার জন্য বড় সুযোগ। চাকরির সুযোগ মিলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ()। সম্প্রতি তৃণমূল সাংসদের অফিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে এই সুযোগের কথা। রাজনৈতিক ইস্যু নিয়ে আগ্রহ থাকলে এবং এক থেকে দু'বছর মিডিয়া ইন্ডাস্ট্রিতেতে কাজ করার অভিজ্ঞতা থাকলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। বেতন মিলবে বার্ষিক পাঁচ লাখ টাকা। অভিষেকের অফিসে ৫ লাখ বেতনের চাকরি!ক্যামাক স্ট্রিটের অফিস থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডিয়া কোঅর্ডিনেটর পদে নতুন লোক নেওয়া হচ্ছে। দু'টি পদ খালি রয়েছে। মূলত মিডিয়া কোঅর্ডিনেটর, মিডিয়া প্ল্যানার হিসেবে কাজ করতে হবে ক্যামাক স্ট্রিটের অফিসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কী কী কাজ করতে হবে? > সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।> ব্রডকাস্ট, প্রিন্ট এবং অনলাইন ডিস্ট্রিবিউশনের জন্য কনটেন্ট তৈরি করতে হবে> সংবাদমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। > অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের মিডিয়া কোঅর্ডিনেটর হিসেবে গুরু দায়িত্ব পালন করতে হবে। > নিয়মিত প্রেস কনফারেন্স এবং ব্রিফিংয়ে উপস্থিত থাকতে হবে। > লেটেস্ট মিডিয়া ট্রেন্ডগুলি নিয়ে সংবাদমাধ্যমগুলি নিয়মিত স্ক্যান করতে হবে। > সমস্ত মিডিয়া ক্যাম্পেন এবং তার রেজাল্টের উপর নজর রাখতে হবে। > নতুন ক্যাম্পেন লঞ্চের জন্য খাটতে হবে। > সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে। > রাজ্য এবং জাতীয় স্তরে দিনভর কী কী ঘটছে তার খবর রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা> সাংবাদিকতা এবং গণজ্ঞাপনে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। > মিডিয়া কোঅর্ডিনেটর হিসেবে ন্যূনতম দু'বছরের অভিজ্ঞতা থাকতে হবে। > প্রেস কনফারেন্স এবং মিডিয়া ব্রিফিং নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। > সংবাদমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। > একটি টিমকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা বাঞ্ছনীয়। সময়োপচিত সিদ্ধান্ত নেওয়া এবং ডেডলাইন মিট করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকেই চাইছে অভিষেকের অফিস।> বাংলা, ইংলিশ এবং হিন্দিতে লেখা এবং বলার দক্ষতা প্রয়োজনীয়।> বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা ও গবেষণার স্কিল বাধ্যতামূলক কোথায় পাঠাবেন বায়োডেটা? বিজ্ঞপ্তিতে উল্লেখ করা madhumita.hr@aitcofficial.in-এ মেইল করে নিজের বায়োডেটা পাঠাতে পারবেন আবেদনকারীরা।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/wHgqlkh
Previous article
Next article

Leave Comments
Post a Comment