Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/78jBpLG
'রাত ৩টেতে ওর অত্যাচারে...', স্বামী সৌমিত্রর বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা https://ift.tt/rFinRDQ
লোকসভায় দাঁড়িয়ে সৌমিত্র খাঁকে () তোপ দেগে তীব্র কটাক্ষ করতে শোনা গিয়েছিল সৌগত রায়কে ()। “উসকা বিবি ভাগ গিয়া, তার কাট গিয়া”, এই মন্তব্যের প্রেক্ষিতে রীতিমতো ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। সৌগত রায়ের নিশানায় সৌমিত্র-সুজাতার () ভগ্নপ্রায় সম্পর্কছিল, তা বলাই বাহুল্য। কিন্তু, সৌগত রায়ের মন্তব্যকে সমর্থন করে তোপ দেগেছেন সৌমিত্র খাঁকেই। যদিও সুজাতার যাবতীয় আক্রমণের পালটা সৌমিত্র মৌনই। ‘রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম…’বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুজাতা মণ্ডল। এরপর থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরেছিল, যা এখন বড় ফাটলের আকার নিয়েছে। BJP সাংসদ সৌমিত্র এবং তৃণমূল নেত্রী সুজাতা বিবাহ বিচ্ছেদের জন্য আইনি পদক্ষেপও করেছেন। বৃহস্পতিবার সৌগত রায়ের বাজেট নিয়ে বক্তব্য পেশের সময় বিরোধীরা বারবার অন্যান্য মন্তব্য করলে সৌগত সৌমত্রকে এই সম্পর্ক নিয়েই তোপ দাগেন। সৌগতর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সুজাতা বলেন, “একজন অসভ্য সাংসদের আচরণে বিরক্ত হয়ে তিনি যোগ্য জবাব দিয়েছেন। সৌগত রায়ের উদ্দেশ্য আমাকে অপমান করা ছিল না।” সৌমিত্রর সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও একাধিক বিস্ফোরক দাবি করেছেন। র মন্তব্যে এক বিবাহিতা মহিলার প্রসঙ্গও উঠে এসেছে। তিনি বলেন, “আমি অত্যাচারে জর্জরিত হয়েছিলাম যে রাত তিনটের সময় আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। পরের দিন আমাকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে অভ্যর্থনা জানিয়েছিলেন। আমার কাছে সেটা ছিল বাঁচার লড়াই।” সুজাতার সংযোজন, “আমি না থাকলে আজ যে জায়গায় পৌঁছেছে সেখানে পৌঁছতে পারতেন না। পায়ে সেপটিক নিয়ে, জীবন বাজি রেখে আমি সৌমিত্র জন্য কাজ করেছি। কিন্তু, এখন একাধিক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক।” সুজাতা মণ্ডলের কণ্ঠে এক ‘মিসেস রায়চৌধুরী’ প্রসঙ্গও উঠে এসেছে। নিজের লোকসভা এলাকাতে পা রাখেন না সৌমিত্র, দাবি সুজাতা মণ্ডলের। কী বলেছেন ?অন্যদিকে, সৌগত রায়কে তোপ দাগলেও সুজাতা প্রসঙ্গে কোনও বাক্য ব্যয় করেননি সৌমিত্র খাঁ। তিনি সৌগত রায়কে লোকসভায় দাঁড়িয়ে পালটা আক্রমণ করেন। কিন্তু, সুজাতা প্রসঙ্গে সৌমিত্রর জবাব, “সুজাতাকে কোনও রাজনীতিবিদই নন। ওঁর মন্তব্য নিয়ে কিছু বলতে চাই না।” অর্থাৎ সুজাতা মণ্ডলের আক্রমণ এড়িয়ে গিয়েছেন তিনি।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/78jBpLG
Previous article
Next article

Leave Comments
Post a Comment