Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/cCRGDeP
উত্তর কানাডায় সন্দেহজনক উড়ুক্কু যান ধ্বংস করল মার্কিন জেট https://ift.tt/cEz5NHP
আলাস্কার (Alaska) পর এবার উত্তর কানাডা (Nortern Canada)। ফের অজ্ঞাতপরিচয় মানববিহীন সন্দেহজনক উডুক্কু যানকে (Unidentified Flying Object) ফাইটার জেট (Fighter Jet) পাঠিয়ে ধ্বংস করল কানাডার বায়ুসেনা (Canadian Air Force)। শনিবার UFO-টি ধ্বংস করার কথা Tweet করে জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Canadian PM Justin Trudeau)। পাশাপাশি মার্কিন প্রশাসন সদর দফতর হোয়াইট হাউসের (White House) তরফেও UFO-টি ধ্বংস করার কথা জানান হয়। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের () সঙ্গে টেলিফোনে কথা বলার পরই সন্দেহজনক উড়ুক্কু যানটিকে ধ্বংস করার ব্যাপারে সিদ্ধান্ত নেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো।UFO-টি ধ্বংস হওয়ার পর করা টুইটে ট্রুডো লেখেন, “কানাডা ও মার্কিন সেনা একত্রিত হয়ে ওই বস্তুটিকে ধ্বংস করার পরিকল্পনা করে। পরে একটি মার্কিন F-22 Raptor ফাইটার জেট সফলভাবে ওই বস্তুটিকে লক্ষ্য করে গুলি চালায়।” সন্দেহজনক উড়ুক্কু যানটির ধ্বংসবশেষ উদ্ধার করবে কানাডার বাহিনী। পরে সেটি কী ধরনের বস্তু ছিল, তা বোঝার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। বিস্তারিত খবরের জন্য Refresh করুন।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/cCRGDeP
Previous article
Next article

Leave Comments
Post a Comment