ভর্তি গ্যালারির সামনে নতুন বেশে রোনাল্দো https://ift.tt/SCHRLdo - MAS News bengali

ভর্তি গ্যালারির সামনে নতুন বেশে রোনাল্দো https://ift.tt/SCHRLdo

এই সময়: নতুন দেশে, নতুন বেশে ক্রিস্তিয়ানো রোনাল্দোর () রাজ্যাভিষেক হবে আজ মঙ্গলবার। ভারতীয় সময় সন্ধে সাতটায় সৌদি আরবের ক্লাব আল নাসের () পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ীকে প্রকাশ্যে আনবে। সিআর সেভেনকে আল নাসেরের হলুদ জার্সিতে দেখার জন্য রিয়াদের এম আর সুল স্টেডিয়ামের ২৫ হাজার দর্শক গ্যালারি উপচে পড়বে বলেই মনে করছেন ক্লাবের মুখপাত্র আল ওয়ালিদ। সোমবার বেশি রাতে সৌদিতে সদলবলে পৌঁছানোর কথা পর্তুগাল মহাতারকার। মঙ্গলবার রোনাল্দোর মেডিকেল টেস্ট ও প্রকাশ্যে আনার অনুষ্ঠান হয়ে গেলেই তাঁকে ম্যাচে নামানোর তৎপরতা শুরু হবে। বৃহস্পতিবার ঘরের মাঠে আল তাইয়ের বিরুদ্ধে লিগ টেবলের শীর্ষে থাকা আল নাসেরের হয়েই মাঠে নামতে পারেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা। রোনাল্দোকে প্রকাশ্যে আনার অনুষ্ঠানটা আল নাসের করতে চাইছে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ যে ভাবে এই মহাতারকাকে বরণ করে নিয়েছিল, সে রকমই বিরাট আকারে। এই অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট ঘোষণা করতে পারেন, তাঁরা সঙ্গে জুড়তে চলেছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ স্টপার সের্খিও রামোসকেও। পিএসজি ছেড়ে ৩৮ বছরের রামোসের আরবে আসা নাকি প্রায় পাকা। শুধু রামোস নন, চমক হিসেবে সৌদি নিতে ঝাঁপিয়েছে রিয়ালের মাঝমাঠের সেরা ভরসা লুকা মদ্রিচকেও। রিয়াল এ বার জুড বেলিংহ্যামকে নিচ্ছে। তাই মদ্রিচের সেখানে আসন টলতে পারে। সে জন্যই আল নাসের তাঁকে বড় প্রস্তাব পাঠিয়েছে। সৌদির ফুটবলে এর আগে জর্জ উইয়া, পেপ গুয়ার্দিওলা, খাবিরা তাঁদের ফুটবল জীবন শেষ করলেও এই দেশে আসা সবচেয়ে বড় তারকা রোনাল্দোই। তাই তিনি সই করার পরই ক্লাবের ব্র্যান্ড ভ্যালু আর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আব্দুলআজিজ বিন তুর্কি বলেছেন, 'রোনাল্দোর সৌদিতে আসা এই দেশের ফুটবলকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। এ বার সব ক্লাবই চেষ্টা করবে ইউরোপ, লাতিন আমেরিকার সেরা ফুটবলারদের আনতে।' এ দিকে, এরই মধ্যে বিতর্কে আল নাসেরের কোচ রুডি গার্সিয়া। হয়তো তিনিও ভাবতে পারেননি রোনাল্দো আরবের ক্লাবে সই করতে পারেন। তাই সইয়ের আগে তিনি বলেছিলেন, 'আমি তো রোনাল্দো নয়। নিতে চাই। তাই তাঁকে আনতে কাতারে যাব।' এখন অবশ্য তিনি বলছেন, 'ওটা মজা করে বলেছিলাম'।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/fXxNrER
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads