নতুন আলুর দামে অস্বস্তি, 5 টাকায় বিকোচ্ছে ফুলকপি https://ift.tt/WbXqT4h - MAS News bengali

নতুন আলুর দামে অস্বস্তি, 5 টাকায় বিকোচ্ছে ফুলকপি https://ift.tt/WbXqT4h

Kolkata Market Price: সবজির বাজারে গিয়ে শেষ পর্যন্ত কিছুটা স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। বলা চলে, সর্বনিম্ন দামে বিকোচ্ছে মরশুমের একাধিক সবজি। তালিকায় রয়েছে ফুলকপি থেকে বাঁধাকপি সবই। শুধুমাত্র যে মরশুমি ফসলের দাম কমেছে, বিষয়টি মোটেই তেমন নয়। একইসঙ্গে সস্তা হয়েছে পেঁপে, কুমড়োর মতো বারো মাসের সবজিও। তবে সবজি বাজারে আসা নতুন আলুর দাম অবশ্য একটু চড়া রয়েছে। কিন্তু পুরনো আলু অবশ্য দেদার সস্তা হয়েছে। অন্যদিকে সবজির বাজার সস্তা হলেও মাছের বাজারে গেলে 'হাত পুড়ছে' আমজনতার। রুই মাছ তো ছাড়, 180 টাকা হয়েছে নানা ছোট মাছের দামও। সস্তার রুইয়ের দাম বেড়ে হয়েছে 230 টাকা থেকে 250 টাকা কেজি। অন্যদিকে কাতলা মাছের দাম রয়েছে প্রায় 350 টাকা। পাশাপাশি মাংসের দামও রয়েছে চড়া। যদিও শনিবার মাংসের দোকানে তেমন ভিড় দেখা যাচ্ছে না। এবার দেখে নেওয়া যাক শনিবারে বাজারে কোন সবজি ও মাছের দাম কত রয়েছে? প্রথমেই চোখ রাখা যাক সবজির বাজারদরে আলু (পুরনো) - 10 টাকা থেকে 12 টাকা কেজি আলু (নতুন) - 22 টাকা থেকে 24 টাকা কেজি ফুলকপি - জোড়া 8 টাকা থেকে 10 টাকা বাঁধাকপি - জোড়া 10 থেকে 12 টাকা উচ্ছে - 40 টাকা কেজি ওলকপি - 10 টাকা কেজি পেঁয়াজকলি - 35 টাকা থেকে 40 টাকা কেজি গাজর - 40 টাকা কেজি পেঁয়াজ - 30 টাকা কেজি বেগুন - 30 টাকা থেকে 35 টাকা কেজি টমেটো - 30 টাকা থেকে 40 টাকা কেজি কাঁচা টমেটো - 40 টাকা কেজি সিম - 30 টাকা কেজি বরবটি - আঁটি 10 টাকা কড়াইশুঁটি - 40 টাকা থেকে 50 টাকা কেজি পেঁপে - 10 টাকা কেজি লেবু - 2 টাকা পিস পালং শাক - 10 টাকা আঁটি লাল শাক -8 টাকা আঁটি এবার নজর রাখা যাক মাছের বাজারের দিকে (Kolkata Fish Market Price) রুই - 190 টাকা থেকে 220 টাকা কেজি (গোটা) রুই - 220 টাকা থেকে 250 টাকা কেজি (কাটা) কাতলা - 350 টাকা কেজি থেকে তেলাপিয়া - 300 টাকা কেজি ছোট ট্যাংরা - 200 টাকা কেজি ভোলা - 250 টাকা কেজি (মাঝারি আকার) ট্যাংরা - 200 টাকা কেজি (ছোট) পাবদা - 400 টাকা কেজি থেকে দাম শুরু লোটে - 120 টাকা থেকে 150 টাকা কেজি পারসে - 250 টাকা কেজি গলদা চিংড়ি - 700 টাকা কেজি বাগদা-চিংড়ি - 350 টাকা কেজি এবার দেখে নেওয়া যাক আজকের বাজারে মাংসের দাম (Kolkata Chicken/ Mutton Price) চিকেন - 200 টাকা থেকে 240 টাকা কেজি গোটা মুরগি - 140 টাকা থেকে 145 টাকা কেজি মাটন - 720 টাকা কেজি থেকে 780 টাকা কেজি 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/LikzCYe
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads