''ভয়াবহ ভ্যারিয়্যান্ট আসবে!'' সতর্কবার্তা WHO প্রধানের https://ift.tt/ZNOn4vS - MAS News bengali

''ভয়াবহ ভ্যারিয়্যান্ট আসবে!'' সতর্কবার্তা WHO প্রধানের https://ift.tt/ZNOn4vS

Coronavirus বিশ্বের একাধিক দেশে যখন বাড়ছে করোনা সংক্রমণ সেই সময়ই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান Tedros Adhanom Ghebreyesus। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন আরও ভয়াবহ ভ্যারিয়্যান্ট এলে পরিস্থিতির আরও অবনতি হবে। করোনা মহামারীর তৃতীয় বছর কেমন হতে পারে? এই বছরে কি আছড়ে পড়বে করোনার নতুন ঢেউ নাকি শেষ হবে করোনা অতিমারী? বিস্তারিত তথ্য দিয়েছেন WHO প্রধান। তিনটি সম্ভাবনার কথা জানিয়েছে টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস। তিনি বলেন, "করোনাভাইরাস নতুন রূপ নিয়ে হাজির হতে পারে। কিন্তু, সেক্ষেত্রে ভাইরাসটির মারণক্ষমতা কমে যাবে। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। টিকাকরণ এবং পূর্ব সংক্রমণের জেরে সাধারণ মানুষের দেহে ইমিউনিটি তৈরি হবে।" WHO প্রধান বলেন, "হতে পারে ভাইরাসটি দুর্বল হয়ে যাওয়ার ফলে বুস্টার ডোজ বা টিকার প্রয়োজন পড়বে না একসময়।" কিন্তু, এরইমধ্যে তৃতীয় সম্ভাবনা হিসেবে আশঙ্কার কথাও শুনিয়েছেন তিনি। ট্রেডস জানিয়েছেন, ওমিক্রনের থেকেও আরও ভয়াবহ এবং সংক্রামক-বিপজ্জনক ভ্যারিয়্যান্ট হানা দিতে পারে। এর জেরে বাড়তে পারে মৃত্যু। WHO এর করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভান কারখোভ বলেন, "করোনাভাইরাস নিয়ে সতর্ক হওয়ার কোনও জায়গাই নেই। কোভিড অতিমারির তৃতীয় বছরেও ভয়াবহ রূপ নেওয়ার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের।" WHO প্রধানের কথায়, সাধারণ মানুষের দেহে করোনাভাইরাসের (Coronavirus News) সঙ্গে লড়াই করার জন্য অ্যান্টিবডির পরিমাণ কমে গেলেই ফের নতুন ঢেউ আসতে পারে। সেক্ষেত্রে যাঁদের অন্যান্য রোগ রয়েছে , তাঁদের টিকাকরণ এবং বুস্টার ডোজ নেওয়ার কথা বলেছেন ট্রেডস। উল্লেখ্য, চিনে আবার নতুন করে আছড়ে পড়েছে করোনার নতুন ঢেউ। আংশিক লকডাউন করা হয়েছে সাংহাইতেও। উল্লেখ্য, ভারতে করোনার চতুর্থ ঢেউ (Covid 4th wave) নিয়ে বড় দাবি করেছেন IIT কানপুরের গবেষকরা। তাঁদের কথায়, , জুন-জুলাই মাসে দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। তাঁদের কথায়, জুন মাসের ২২ তারিখ থেকেই দেশে কোভিডের নতুন ঢেউ শুরু হতে পারে। এই ঢেউয়ের ভয়াবহতা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত দাবি করেছিলেন তাঁরা। যদিও এই গবেষণা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। দেশে করোনা সংক্রমণ কমছে। ধীরে ধীরে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। কিন্তু, কোনওভাবেই অসতর্ক হওয়া যাবে না, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/VsnIEzG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads